This Article is From Feb 29, 2020

দিল্লির হিংসার জন্য বিরোধী দলগুলিকেই দায়ী করলেন দিলীপ ঘোষ

তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি মহিলাদের বাড়ি থেকে বের করে এনে তাঁদের রাস্তা অবরোধে প্ররোচনা দিয়েছে।

দিল্লির হিংসার জন্য বিরোধী দলগুলিকেই দায়ী করলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের দাবি, বিরোধী দলগুলিরই প্ররোচনাতে দিল্লিতে সংঘর্ষ শুরু হয় সিএএ-কে কেন্দ্র করে। (ফাইল)

হাইলাইটস

  • দিল্লির হিংসার জন্য বিরোধী দলগুলিকে তোপ দাগলেন দিলীপ ঘোষ
  • কলকাতায় অমিত শাহর সভায় বিক্ষোভ দেখানোর বাম পরিকল্পনাকেও আক্রমণ করলেন তিনি
  • রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় জনসভা করবেন

পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শুক্রবার দিল্লির হিংসার (Delhi Clashes) জন্য বিরোধী দলগুলিকে অভিযুক্ত করলেন। তাঁর দাবি, বিরোধী দলগুলিরই প্ররোচনাতে দিল্লিতে সংঘর্ষ শুরু হয় সিএএ-কে কেন্দ্র করে। সংঘর্ষে হওয়া প্রাণহানিতে শোকপ্রকাশ করেন তিনি। কলকাতায় দলের দফতরে বসে তিনি সাংবাদিকদের বলেন, উস্কানি দেওয়া এবং হিংসার রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। জাতীয় পতাকা হাতে নিয়ে জনগণের সম্পত্তি লুঠ করার দিনও আর থাকবে না বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি মহিলাদের বাড়ি থেকে বের করে এনে তাঁদের রাস্তা অবরোধে প্ররোচনা দিয়েছে। পাশাপাশি তাঁদের পরিবারের হাতে পাথর তুলে দেওয়া হচ্ছে ভাঙচুরের জন্য।

‘‘আমাদের রাজধর্ম শেখাবেন না'': দিল্লি হিংসা নিয়ে সনিয়া গান্ধিকে আক্রমণ বিজেপির

৭ জানুয়ারি থেকে শুরু হয়ে পার্ক সার্কাসে এখনও চলছে সিএএ-বিরোধী অনির্দিষ্টকালের অবস্থান। সেই অবস্থানকে আক্রমণ করে দিলীপ বলেন, ‘‘দাদি (শাহিনবাগের), মামি, পিসি আসুক। আমরা জানি কী ভাবে কিছু লোক আজাদি স্লোগান তোলানোর জন্য বিরিয়ানির প্রস্তাব দিচ্ছে।''

তিনি দাবি করেন, এই ধরনের প্রতিরোধ শেষ পর্যন্ত টিকবে না, কেননা সংখ্যাগরিষ্ঠ মানুষ যাঁদের মধ্যে মুসলিমও রয়েছে তাঁর এর থেকে দূরত্ব রেখে চলছেন।

৪ দিন ধরে কেন চলল হিংসা, দিল্লি পুলিশের কল রেকর্ড ঘেঁটে মিলছে সূত্র

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। তাঁর জনসভায় বি৭ওভ দেখানোর পরিকল্পনা রয়েছে সিপিআই(এম)-এর। সেপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির দাবি, ‘‘সিপিআই(এম) টিকে রয়েচে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ দেখিয়ে। কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.