This Article is From Sep 04, 2019

“হিন্দুবিদ্বেষ ছড়াচ্ছে নেটফ্লিক্সের স্যাক্রেড গেমস, ঘাউল”: পুলিশে অভিযোগ শিবসেনা কর্মীর

রমেশ সোলাঙ্কি নেটফ্লিক্সের স্ট্যান্ডআপ কৌতুক অভিনেতা হাসান মিনহাজের শো-এর পাশাপাশি ‘স্যাক্রেড গেমস', ‘লায়লা' এবং ‘ঘাউল'-এর মতো সিরিজের উদাহরণ দেখিয়ে বলেছেন “বিশ্বব্যাপী হিন্দু ও ভারতের একটি ভুল চিত্র আঁকার চেষ্টা করছে নেটফ্লিক্স।"

“হিন্দুবিদ্বেষ ছড়াচ্ছে নেটফ্লিক্সের স্যাক্রেড গেমস, ঘাউল”: পুলিশে অভিযোগ শিবসেনা কর্মীর

রমেশ সোলাঙ্কি “হিন্দুদের ভাবাবেগে আঘাতের জন্য” নেটফ্লিক্সের বিরুদ্ধে “প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ” করতে বলেছেন পুলিশকে

মুম্বাই:

টিভি সিরিয়াল এমনকি কিছু ক্ষেত্রে সিনেমাকেও হার মানিয়েছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের মতো ওয়েব মিডিয়া। নেটফ্লিক্সের একের পর এক সিরিজ বা চলচ্চিত্র সাধারণ মানুষ থেকে শুরু করে সমালোচক সকলেরই প্রশংসা কুড়িয়েছে। রাখঢাক না রেখে বিষয়ের পরিবেশনা মানুষকেও বেশ আকর্ষণ করেছে, যার ফলে ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজ নিয়ে তুমুল বিতর্কও শুরু হয়েছে। এই বিতর্কে আহূতি দিয়েছেন শিবসেনার আইটি সেলের (Shiv Sena IT Cell) এক সদস্য! নেটফ্লিক্সের (Netflix) বিরুদ্ধে পুলিশে একটি  অভিযোগ দায়ের করেছেন ওই সদস্য রমেশ সোলাঙ্কি (Ramesh Solanki)। মার্কিন যুক্তরাষ্ট্রের এইঅনলাইন স্ট্রিমিং পরিষেবা তাদের প্ল্যাটফর্মে আয়োজিত সিরিজ ও শোয়ের মাধ্যমে “হিন্দুদের ও ভারতকে অপমান করছে” (defaming Hindus and India) বলে অভিযোগ করেছেন ওই সদস্য। 

'স্যাক্রেড গেমস'-এ রাজীব গান্ধীকে 'অপমান' করার জন্য অভিযুক্ত হলেন নওয়াজুদ্দিন

মুম্বাইয়ের এলটি মার্গ থানায় দায়ের করা অভিযোগে, রমেশ সোলাঙ্কি নেটফ্লিক্সের স্ট্যান্ডআপ কৌতুক অভিনেতা হাসান মিনহাজের (Hasan Minhaj) শো-এর পাশাপাশি ‘স্যাক্রেড গেমস' (Sacred Games), ‘লায়লা' (Laila) এবং ‘ঘাউল' (Ghou)-এর মতো সিরিজের উদাহরণ দেখিয়ে বলেছেন “বিশ্বব্যাপী হিন্দু ও ভারতের একটি ভুল চিত্র আঁকার চেষ্টা করছে নেটফ্লিক্স।"

“নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রায় প্রতিটি সিরিজই বিশ্বজুড়ে আমাদের দেশকে বদনাম করার অভিপ্রায় নিয়েই বানানো রয়েছে। গভীরভাবে প্রোথিত হিন্দুফোবিয়া (Hinduphobia) ছড়ানো হচ্ছে, এই প্ল্যাটফর্মটি সমগ্র জাতিকে খারাপভাবে চিত্রিত করছে,” রমেশ সোলাঙ্কি তাঁর অভিযোগে বলেছেন।

বয়স ৫২! জটিলতা সত্ত্বেও ফের পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা ইশান খট্টরের বাবা!

“আমি কর্তৃপক্ষকে উপরোক্ত উল্লিখিত সমস্ত বিষয়বস্তু খতিয়ে দেখার এবং নেটফ্লিক্সের দলকে তলব করা থেকে শুরু করে তাদের লাইসেন্স বাতিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। ভারত ছাড়া অন্য দেশে হিন্দুদের অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের কিছু ভুল তথ্যের উপর ভিত্তি করে কলুষিত করার চেষ্টাকে সহজ করে দেখার অনুমতি দেওয়া যায় না,” বলেন তিনি।

রমেশ সোলাঙ্কি “হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার জন্য” নেটফ্লিক্সের বিরুদ্ধে “প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ” করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন। অভিযোগের একটি অনুলিপি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মুম্বইয়ের পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

.