
পরিযায়ী শ্রমিকদের বাহুবলি ছবি দেখাল দিল্লি পুলিশ
হাইলাইটস
- পরিযায়ী শ্রমিকদের মন ভালো করতে বাহুবলী দেখাল পুলিশ
- সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে
- আশ্রয় শিবিরে ১৭০০ র বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন
করোনা ভাইরাসের(Coronavirus) কারণে গোটা দেশে তেসরা মে পর্যন্ত লকডাউন চলছে। করোনা ভাইরাসের কারণে ঘরের মধ্যেই মানুষকে থাকতে হচ্ছে।সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুলিশও মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। মানুষের প্রয়োজনে সাহায্য করছে পুলিশ।মানুষের মন ভালো রাখার চেষ্টাও করছেন পুলিশকর্মীরা।এবার বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের(Migrant labours) বাহুবলি(Bahubali) ছবি দেখাল দিল্লি পুলিশ(Delhi Police , সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বিহার ও উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের(Migrant Labour) দিল্লির ময়দানগুরি এলাকায় একটি সিনেমা দেখায় পুলিশকর্মীরা। এখানে একটি আশ্রয় শিবিরে ১৭০০ র বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে দিল্লি পুলিশ এদের খাবারও খাওয়াচ্ছে। আটকে থাকা শ্রমিকদের মন ভালো করতে সিনেমা দেখানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা। ছবিতে যেই না বিরতি হয় সেই সময়ে পরিযায়ী শ্রমিকদের খাবার পরিবেশন করেন পুলিশকর্মীরা।
@ndtvindian@DelhiPolice
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) April 22, 2020
लॉकडाउन में दिल्ली के मैदानगढ़ी इलाके में मजदूर मूवी देखते हुए ,यहां एक आश्रयघर में मजदूर 1700 से ज्यादा मजदूर रुके हुए हैं ,जिन्हें दिल्ली पुलिस कई संस्थाओं की मदद से दिल्ली पुलिस खाना खिला रही है,मनोरंजन के लिए मूवी का भी इतंजाम है#coronaupdatesindiapic.twitter.com/oNAYSIEF4g
ভারতে ক্রমশই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যা ৬০০পার করেছে। আক্রান্তের সংখ্যা ২০০০০ পার করেছে।
পঞ্চাশের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
গোটা বিশ্বে করোনাভাইরাসে(Coronavirus) ২৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮০% আক্রান্ত আমেরিকা এবং ইউরোপের। এএফপি অনুসারে ২৫ লক্ষেরও বেশি মানুষ গোটা বিশ্ব আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের।