This Article is From Aug 19, 2020

দেশে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার সংক্রমিত, সুস্থতার হার বেড়ে ৭৩%, দেখুন ১০ তথ্য

হার্ড কমিউনিটিতে ভর করে এই সংক্রমণ রোখা সম্ভব। কোনওভাবেই যাতে এই ভুল ধারণা নিয়ে বিশ্ববাসীর বসে না থাকে: হু

সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার!

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬৪,৫০০ জন। একদিনে মৃত ১০৯২। গত ১৫ দিনে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বে প্রথম ভারত। দেশে মোট সংক্রমিত ২৭,৬৭,২৭৩ জন। মোট মৃত ৫২ ৮৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৩৭,৮৭০ জন। সুস্থতার হার ৭৩.৬৪%। প্রতি লক্ষে সংক্রমিত ৮.০৫%।

দশ তথ্যে দেশের করোনা পরিস্থিতি:

  1. এশিয়ার বৃহৎ বস্তি ধারাভিতে সংক্রমণের সংখ্যা ২৬৭৬। মঙ্গলবার নতুন করে চারজন সংক্রমিত। এর আগে ৩ অগাস্ট ১২ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর এক সংখ্যায় পৌঁছেছে দৈনিক সংক্রমণ 

  2. এদিকে মুখ্যমন্ত্রীর পর এবার করোনা পজিটিভ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী মোহন যাদব

  3. দিল্লিতে দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার সংখ্যা দ্বিগুণ হয়েছে। সে রাজ্যে সুস্থতার হার এখন ৯০%

  4. ৩১ জানুয়ারি দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে আড়াই লক্ষ সংক্রমণে পৌঁছতে প্রায় ২০০ দিন সময় লেগেছে

  5. ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে তিনটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে

  6. করোনা সংক্রমণের জন্য উত্তরপ্রদেশ সরকার আবার জেবার বিমানবন্দর প্রকল্পের চুক্তি স্বাক্ষর পিছিয়ে দিয়েছে 

  7. যদিও গত সপ্তাহে রাশিয়া দাবি করেছে, তারা প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ আবিষ্কার করেছে। 

  8.   সংক্রমণ কমাতে নমুনা পরীক্ষা ও বাহককে চিহ্নিত করা অন্যতম অনুঘটক। এএফপিকে জানিয়েছেন একদল গবেষক

  9. পরীক্ষা ও চিহ্নিতকরণ,  ভাইরাসের প্রজনন কমাতে সাহায্য করে। এমনটাই ল্যান্সেট জার্নালে উল্লেখ 

  10.  হার্ড কমিউনিটিতে ভর করে এই সংক্রমণ রোখা সম্ভব। কোনওভাবেই যাতে এই ভুল ধারণা নিয়ে বিশ্ববাসীর বসে না থাকে: হু



Post a comment
.