This Article is From May 18, 2020

জোড়-বিজোড় দিনে দিল্লিতে খুলবে দোকান, পরিমিত যাত্রী নিয়ে চলবে অটো-বাস

১৮ মে থেকে আগামী দু'সপ্তাহ অর্থাৎ ৩১ মে পর্যন্ত দেশব্যাপী লাগু হয়েছে চতুর্থ দফার লকডাউন।স্থানীয় দোকান খোলার অনুমতি মিললেও, বন্ধ থাকবে সেলুন

জোড়-বিজোড় দিনে দিল্লিতে খুলবে দোকান, পরিমিত যাত্রী নিয়ে চলবে অটো-বাস

২০ জন যাত্রী নিয়ে দিল্লিতে চলবে বাস। (ফাইল)

নয়া দিল্লি:

জোড়-বিজোড় (Odd-Even in Delhi) মেনে দিল্লিতে খোলা যাবে দোকান-বাজার। পরিমিত যাত্রী নিয়ে রাস্তায় নামতে পারবে বাস- অটো-ট্যাক্সি (Bus-Auto-Taxi)। সোমবার স্পষ্ট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejariwal)। ১৮ মে থেকে আগামী দু'সপ্তাহ অর্থাৎ ৩১ মে পর্যন্ত দেশব্যাপী লাগু হয়েছে চতুর্থ দফার লকডাউন (Lockdown 4.0)।স্থানীয় দোকান খোলার অনুমতি মিললেও, বন্ধ থাকবে সেলুন। এমনটাই জানান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লিতে সোমবার পর্যন্ত সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "বাণিজ্যিক কার্যকলাপ ধীরে ধীরে চালু করতে আমরা উদ্যোগ নিয়েছি। যতদিন না টীকা আবিষ্কার হচ্ছে, এভাবেই চলতে হবে। আমাদের ভাইরাসকে সঙ্গে নিয়েও বাঁচা শিখতে হবে।" 

দেখে নিন দিল্লিতে কী খোলা আর কী বন্ধ:

  • ট্যাক্সি আর ক্যাব চলবে দু'জন যাত্রী নিয়ে। ম্যাক্সি ক্যাব চলবে ৪ জন যাত্রী নিয়ে
  • প্রত্যেক যাত্রার আগে যান জীবাণু-নাশক করতেই হবে। সেই দায়ভার যান চালকের
  • দু'চাকার স্কুটার কিংবা বাইকে দ্বিতীয় সওয়ারি তোলা যাবে না
  • পুল কার আর শাটল কার পথে নামবে না 
  • ২০ জন যাত্রী নিয়ে নামবে বাস। বাসে ওঠার আগে করতে হবে স্ক্রিনিং
  • খুলবে সরকারি ও বেসরকারি অফিস
  • নির্ঘণ্ট মেনে জোড়-বিজোড় হিসাবে খুলবে মার্কেট কমপ্লেক্স
  • স্থানীয় সব দোকান খোলা যাবে
  • হোম ডেলিভারির জন্য খোলা যাবে রেস্তোরাঁ
  • নির্মাণকাজ চালানো যাবে। কিন্তু ব্যবহার করতে হবে স্থানীয় শ্রমিক
  • বিয়ে বাড়িতে আমন্ত্রিত করা যাবে সর্বোচ্চ ৫০ জনকে
  • শ্রাদ্ধতে আমন্ত্রণ করা যাবে সর্বাধিক ২০ জনকে
  • সব জমায়েত স্থল; হোটেল, সুইমিং পুল, পানশালা, বিনোদন পার্ক, সিনেমা হল, থিয়েটার, উপাসনা গৃহ বন্ধ থাকবে
  • সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া- বিনোদন কেন্দ্রিক সব জমায়েত নিষিদ্ধ
  • ধর্মীয় স্থান বন্ধ থাকবে
  • কোনও ধর্মীয় জমায়েত চলবে না
  • সেলুন, স্পা আপাতত বন্ধই থাকবে 
  • সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা কার্ফু লাগুই থাকবে। 
  • ১০ বছরের নীচে, ৬৫ বছরের ওপরে, সন্তান সম্ভবা মহিলারা প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে পারবেন না 
  • স্পোর্টস কমপ্লেক্স মার স্টেডিয়াম খোলাই থাকবে। কিন্তু দর্শক জমায়েত চলবে না
  • অটো রিকশা, ই-রিকশা আর সাইকেল পথে নামবে একজন সওয়ারি নিয়ে 

.