This Article is From Jan 07, 2019

ইতিহাস যাতে না বদলে যায়, তার দিকে লক্ষ রাখুন, শিক্ষক ও পড়ুয়াদের বললেন মমতা

সম্প্রতি দেশজুড়ে তৈরি হওয়া বিভাজনের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ঈশ্বর আলো ফেলুন সবদিকে ৷ যাতে কোনও মলিনতা না থাকে। মানুষে মানুষে বিভেদ মুছে যায়। 

ইতিহাস যাতে না বদলে যায়, তার দিকে লক্ষ রাখুন, শিক্ষক ও পড়ুয়াদের বললেন মমতা

কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট দিয়ে সম্মান জানাল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে

কলকাতা:

এখন এক সময় এসেছে দেশের ইতিহাস বদলের। প্রায় দিনই শোনা যায়, কোনও না কোনও নেতা কোনও না কোনও মন্তব্য করে দেশের এতদিনের পরিচিত ইতিহাসের সম্পূর্ণ বিপরীত কথাটি বলছেন৷ তার বিরুদ্ধেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীত রাজনৈতিক মতাদর্শের ফলে যাতে দেশের ইতিহাসের ওপর কোনও আঘাত না পড়ে তা বদলে যায়, সেটি দেখার আবেদন করলেন তিনি পড়ুয়া ও গবেষকদের কাছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে তিনি বলেন, "পড়ুয়া, শিক্ষক ও গবেষকদের কাছে আমার অনুরোধ, কোনওভাবেই যেন বিপরীত রাজনৈতিক মতাদর্শের বলি হয়ে না বদলে যায় দেশের ইতিহাস, তা দেখার দায়িত্ব আপনাদের। দেশের ইতিহাসকে সংরক্ষিত রাখতেই হবে"৷ 

উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ১০ শতাংশ সংরক্ষণ দিতে সংবিধান সংশোধনের পথে কেন্দ্র

সম্প্রতি দেশজুড়ে তৈরি হওয়া বিভাজনের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ঈশ্বর আলো ফেলুন সবদিকে৷ যাতে কোনও মলিনতা না থাকে। মানুষে মানুষে বিভেদ মুছে যায়। 

তাঁর কথায়, "প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ক্ষমতা কোনওভাবেই ক্ষুণ্ণ করা উচিত নয়। এই বাংলা স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের বাংলা। ঐক্যের গান যেন সর্বদাই আমাদের পাথেয় হয়"। 

প্রসঙ্গত, আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট দিয়ে সম্মান জানাল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে।

.