This Article is From Apr 27, 2019

মাওবাদী হামলায় শহিদ ২ পুলিশ আধিকারিক, আহত ১

Chhattisgarh Maoist attack: আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

মাওবাদী হামলায় শহিদ ২ পুলিশ আধিকারিক, আহত ১

Maoist attack: এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা।(ফাইল ছবি)

বীজাপুর, ছত্তিশগড়:

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় (Chhattisgarh Maoist attack) শহিদ হলেন দুই পুলিশ কর্মী, আহত একজন। শনিবার ছত্তিশগড়ের বীজপুরে টহল দেওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা  গুরুতর বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ বাহিনীও ছত্তিশগড়ের মাওবাদীদের দমন করতে উদ্যোগী। আধিকারিকরা জানিয়েছেন, উদ্যোগ নেওয়া সত্ত্বেও, মাওবাদী হামলার(Maoist attack) আশঙ্কা রয়েছে। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার দুদিন আগে, অর্থাৎ ৯ এপ্রিল ছত্তিশগড়ে  মাওবাদী হামলা হয়। তাতে নিহত হন বিজেপি বিধায়ক, ভীমা মাণ্ডভি এবং তাঁর চারজন নিরাপত্তা কর্মী। দান্তেওয়ারার কাছে শ্যামগিরি পাহাড়ের কাছে বিধায়কের কনভয়ের ওপর হামলা চালানো হয়।

মাও হানার আশঙ্কায় ছত্তিশগড়ে ভোটের হার কম, দশটি তথ্য

তাঁর কনভয় আইইডি বিস্ফোরণে উড়ে যায়। তারপর গুলি চালানো হয়।বিজেপি বিধায়ক বীমা মাণ্ডভিকে খুনে অভিযুক্ত দুই মাওবাদীকে এক সপ্তাহ পর দান্তেওয়ারায় গুলি করা হয়।

.