This Article is From May 07, 2020

ছত্তিশগড়ের রায়গড়ে কাগজের মিলে গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ৭ জন

ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক, পুলিশ জানিয়েছে, হাসপাতাল তাদের জানালে বিষয়টি সামনে আসে

ছত্তিশগড়ের রায়গড়ে কাগজের মিলে গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ৭ জন

তেতলা গ্রামের শক্তি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটে

নয়াদিল্লি:

ছত্তিশগড়ের রায়গড়ের(Chhattisgarh's Raigarh)  কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (Visakhapatnam) রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১,০০০ জন। রায়গড়ের তেতলা গ্রামে শক্তি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটে, সেখানেই বুধবার সন্ধ্যায় সেখানে ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মীরা, সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং। ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক, পুলিশ জানিয়েছে, হাসপাতাল তাদের জানালে বিষয়টি সামনে আসে। আধিকারিকরা জানিয়েছেন, করোনা ভাইরাস লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল, বর্তমানে সেখানে কাজ শুরুর জন্য সাফাইয়ার কাজ চলছিল।

ওই আধিকারিক জানিয়েছেন, আহত কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাঁদের রায়পুরে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই সেখানে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, দ্রুতই এই বিষয়ে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।