৩১শে অগস্ট সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে কলকাতার প্রাক্তন মেয়রকে।
কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) তলব করল সিবিআই (CBI)। আগামী শনিবার সদ্য বিজেপিতে যোগদানকারী শোভনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদ তদন্তে জিজ্ঞাসাবাদের কারণেই এই তলব বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে। এছড়াও একই মামলায় তলব করা হয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (TMC MP Aporupa Poddar)। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাঁকে দেখা করার কথা বলে হয়েছে। বুধবার দুপুরের আগে কে ডি সিংকেও দিল্লিতে জেরা করে সিবিআই। তাঁকে টাকা নিতে দেখা গিয়েছিল একটি স্টিং অপরেশনকাণ্ডে। সেই তদন্তের প্রেক্ষিতেই এই জিজ্ঞাসাবাদ বলে খবর। কেডি সিং ও ম্যাথু স্যামুয়েলের জেরাপর্ব রেকর্ড করেছে সিবিআই।এদিনই জিজ্ঞাসাবাদ চলে নারদ নিউজের তৎকালীন সম্পাদক ম্যাথু স্যামুয়েলকে। তাঁর করা স্টিংঅপরেশনেই দেখা যাচ্ছে তৃণমূলের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী ও সাংসদ টাকা নিচ্ছেন। তালিকায় নাম রয়েছে এক পুলিশ কর্তারও।
২০১৪ সালে নারদ নিউজ স্টিং অপরেশনটি করেছিল। এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদ ও পুলিশ কর্তাসহ ১২ জনের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। ঘুষ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় দুর্নীতি প্রতিরোধ আইনের ভিত্তিতে মামলা রুজু হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)