This Article is From Jan 23, 2019

প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট সহ মালদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ

ফের জাল নোট সহ একজনকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। এই জাল নোটের মোট মূল্য ৪.৭৬ লক্ষ টাকা।

প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট সহ মালদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ

২০১৮ সালে বিএসএফ সীমান্তবর্তী এলাকা থেকে মোট ৩৪ লক্ষ ৯৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

মালদা:

ফের জাল নোট সহ একজনকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। এই জাল নোটের মোট মূল্য ৪.৭৬ লক্ষ টাকা। বুধবার বিএসএফ জানায়, মালদা জেলার সবদলপুর এলাকা থেকে ওই জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। একটি সূত্র মারফৎ খবর পেয়ে মঙ্গলবার রাতে আরেকজন ব্যক্তিকে জাল নোট সহ গ্রেফতার করেছিল বিএসএফ। একটি বিবৃতি দিয়ে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোট সহ ওই ধৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৮ সালে বিএসএফ সীমান্তবর্তী এলাকা থেকে মোট ৩৪ লক্ষ ৯৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। গ্রেফতার করে মোট ছ'জনকে।

পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

বহু কড়াকড়ি সত্ত্বেও জাল নোটের কারবার আটকাতে না পারার জন্য চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। নতুন বছর শুরুর এক মাসও পেরোয়নি। তার মধ্যেই বেশ কয়েকটি জাল নোট চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা ধরা পড়ল। নিরাপত্তার কড়াকড়ির ব্যাপারে আরও বেশি কঠোর হওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রশাসন।

.