This Article is From Dec 24, 2018

মুক্তিযুদ্ধে 'শহীদ' হওয়া ভারতীয় সেনাদের সম্মান জানাবে বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে যে কর্মী অংশগ্রহণ করে মৃত্যুবরণ  করেছিলেন, তাঁদের সকলকে আগামী ১৬ ডিসেম্বর সম্মানিত করবে বাংলাদেশ সরকার।

মুক্তিযুদ্ধে 'শহীদ' হওয়া ভারতীয় সেনাদের সম্মান জানাবে বাংলাদেশ
কলকাতা:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে যে কর্মী অংশগ্রহণ করে মৃত্যুবরণ  করেছিলেন, তাঁদের সকলকে আগামী ১৬ ডিসেম্বর সম্মানিত করবে বাংলাদেশ সরকার। ওই দিনই ১৯৭১ সালে এই পৃথিবীর বুকে জন্ম হয়েছিল এক নতুন রাষ্ট্র। যার নাম- বাংলাদেশ। আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান জানান, ওই দিন ১৭ থেকে ২৫ জন শহীদকে সম্মান জানানো হবে সরকারের পক্ষ থেকে। এখনও পর্যন্ত তাঁদের নামগুলি তালিকাভুক্ত করার কাজ চলছে। "একটি রূপোর পদক, একটি মানপত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুটি বই তুলে দেওয়া হবে প্রত্যেক শহীদের পরিবারের হাতে", জানান তিনি। 

বুলন্দশহরের ঘটনার জের, সরলেন জেলা পুলিশের কর্তা

এর আগে, গত বছর দিল্লিতে শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনার পরিবারকে সম্মান জানিয়েছিলেন। এই বছরও আগের বছরের মতোই এই বিশেষ সম্মান দেওয়া হবে বাংলাদেশ সরকারের তরফ থেকে৷ 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হৈ চৈ বেশি হয়েছে, মত প্রাক্তন সেনা কর্তার

তৌফিক হাসান বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রত্যেক ভারতীয় সেনার পরিবারকে একে একে সম্মান জানানো হবে"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.