This Article is From Aug 19, 2020

ভারতীয় সিনেমায় অবদান! সুশান্ত সিংকে স্বীকৃতি ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলির

সেই শংসাপত্রে লেখা বলিউডি ছবিতে অনন্য অবদান এবং স্বেচ্ছাসেবক হিসেবে ভারতের সমৃদ্ধ সংস্কৃতির প্রসারে কাজ করার স্বীকৃতি

ভারতীয় সিনেমায় অবদান! সুশান্ত সিংকে স্বীকৃতি ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলির

ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলি সুশান্ত সিং রাজপুতকে সম্মানিত করেছে।

ওয়াশিংটন:

ভারতীয় ছবিতে অনন্য অবদানের জন্য সুশান্ত সিং রাজপুতকে সম্মানিত করলো ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলি। প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কৃতী টুইট করে এ খবর দিয়েছেন। শ্বেতা এই খবরের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে হাতে সুশান্ত সিং রাজপুতের নাম লেখা একটা শংসাপত্র ধরে শ্বেতা। সেই শংসাপত্রে লেখা বলিউডি ছবিতে অনন্য অবদান এবং স্বেচ্ছাসেবক হিসেবে ভারতের সমৃদ্ধ সংস্কৃতির প্রসারে কাজ করার স্বীকৃতি। প্রয়াত অভিনেতার প্রতিনিধি হিসেবে তাঁর দিদিই এই পুরস্কার গ্রহণ করেছেন। এর আগে শ্বেতা সিংই বলেছিলেন, আমার কাছে ভাই এসে অনেকবার হলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল।

এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অজয় ভূতোরিয়া তিনি সব উদ্যোগ নিয়েছিলেন। সুশান্তকে এই স্বীকৃতি প্রদানে অন্যতম ভূমিকা নিয়েছেন এসেম্বলিম্যান কানসেন চু। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা সিং কৃতী বলেছেন, "ভাইয়ের প্রতিনিধি হয়ে এই পুরস্কার গ্রহণ করে আমি গর্বিত। ভারতীয় সিনেমা এবং দেশের সংস্কৃতি ওপর কাজের জন্য ওকে এই স্বীকৃতি দেওয়া হল।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.