This Article is From Sep 17, 2018

Bagri Market fire:বাগরি মার্কেটে শৌচাগারও ভাড়া দেওয়া হয়েছিল!

বাগরি মার্কেটে আগুন লাগার ঘটনার কারণ জানতে তদন্ত করবে দমকল।

Bagri Market fire:বাগরি মার্কেটে শৌচাগারও ভাড়া দেওয়া হয়েছিল!

Bagree market fire গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই মন্ত্রিগোষ্ঠী তৈরি  হয়েছে

কলকাতা:

বাগরি মার্কেটে আগুন লাগার ঘটনার কারণ বিশদে  জানতে তদন্ত করবে দমকল। রাজ্য সরকারের মন্ত্রিগোষ্ঠী দমকল দপ্তরকে এই মর্মে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাগরি মার্কেটের দোকানদারদের ডেকে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই মন্ত্রিগোষ্ঠী তৈরি  হয়েছে। তার মাথায় আছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা সোমবার  বৈঠক করেন। সেই বৈঠকেই এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাজ্যের এক মন্ত্রী বলেন, ‘পুলিশ প্রশাসন আমাদের একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছে। কিন্তু ঠিক কনে এমন একটা ঘটনা ঘটল তা আমরা বিশদে জানতে চেয়েছি।’ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি আরও জানান মার্কেটের ব্যবসায়ীদের ডেকে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বাজারে বেআইনি ভাবে থাকা হোর্ডিং সরিয়ে দিতে হবে। তাছাড়া যাঁরা এভাবে হোর্ডিং  দিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এমনকী আগুন্মে পুড়ে যাওয়া ভবনের শৌচাগারও নাকি ভাড়া  দেওয়া হয়েছিল। সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার আবার বৈঠকে বসবেন কয়েজকন মন্ত্রী। বাগরি মার্কেট নিয়ে কী করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে।  এদিকে এদিনের বৈঠকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মুখ্যমনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। এখন ইউরোপ সফরে থাকা মমতা আলাদা কোনও নির্দেশ পাঠান কিনা সেটাই জানতে চান মন্ত্রীরা। অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রেহের কাজ  করেছে কলকাতা  পুলিশের ফরেনসিক ডিপার্টমেন্ট।        

 

                                   

.