This Article is From Aug 17, 2018

অটলবিহারী বাজপেয়ীর অন্তিমযাত্রা যাবে যে ট্রাকটিতে, দেখুন ছবি

গতকাল দিল্লির এইমসে তিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

অটলবিহারী বাজপেয়ীর অন্তিমযাত্রা যাবে যে ট্রাকটিতে, দেখুন ছবি

সেনাবাহিনীর এই লরিতেই যাবে বাজপেয়ীর অন্তিমযাত্রা

হাইলাইটস

  • গতকাল দিল্লির এইমসে তিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
  • বিকেল চারটের সময় যমুনার তীরে হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া
  • শব যাত্রা শুরু হবে দুপুর একটায়
নিউ দিল্লি:

গতকাল দিল্লির এইমসে তিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় সরকার সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাজকীয় সম্মানের সঙ্গেই হবে তাঁর অন্তিম সংস্কার হবে। রাষ্ট্রীয় শোকের কারণে গোটা পৃথিবীর সমস্ত ভারতীয় দূতাবাসে ভারতের পতাকা সাতদিন অর্ধনমিত থাকবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান, বাজপেয়ীর দেহ গতকাল তাঁর কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে শায়িত থাকার পর আজ শুক্রবার সকালে সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। তারপর সেখান থেকে দুপুর একটার সময় তাঁর মরদেহ নিয়ে অন্তিমযাত্রা শুরু হবে। বিকেল চারটের সময় যমুনার তীরে হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া।

গতকাল রাত থেকেই তাঁকে শেষ দেখা দেখার জন্য দূরদূরান্ত থেকে এসে পৌঁছেছেন বহু মানুষ। তাঁর বাড়ির বাইরে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন পড়েছে। সেনাবাহিনীর যে লরিতে করে অটলবিহারী বাজপেয়ীর দেহ নিয়ে যাওয়া হবে, সেই লরিতে বাজপেয়ীর আত্মীয়স্বজনের সঙ্গেই থাকবেন স্বয়ং অমিত শাহ।

যমুনা নদীর তীরের স্মৃতিস্থলে বাজপেয়ীর অন্তিম সংস্কার করার ব্যাপারে গতকালই সিদ্ধান্ত নিয়ে নেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সরকার সেই সঙ্গে ঘোষণা করে যে, রাষ্ট্রীয় শোকের কারণে আগামী সাতদিন কোনও সরকারী আধিকারিকদের নিয়ে অনুষ্ঠানও করা হবে না।

বাজপেয়ীর মরদেহ নিয়ে শববাহী শকট তাঁর কৃষ্ণ মেনন মার্গের বাড়ি থেকে বেরিয়ে এখন বিজেপির দীনদয়াল উপাধ্যায় মার্গের সদর দফতরে পৌঁছেছে। সেখানে মরদেহ শায়িত থাকবে আজ দুপুর একটা পর্যন্ত।  

nn0mi9f
 
agnm750g

 

 

011b8p1g

 
19ebfgig

 

.