এই ব্যানারে স্থানীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
হাইলাইটস
- বুলন্দশহর কাণ্ড ঘিরে সারা দেশ জুড়ে হৈ চৈ পড়ে গিয়েছিল
- বাসিন্দাদের উত্তেজিত করার অভিযোগ উঠেছিল বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজের
- এই ব্যানারে স্থানীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে
লখনউ: ডিসেম্বরের শুরুর দিকে হয়ে যাওয়া বুলন্দশহর কাণ্ড ঘিরে সারা দেশ জুড়ে হই চই পড়ে গিয়েছিল। সেই ঘটনায় এলাকার বাসিন্দাদের উত্তেজিত করার অভিযোগ উঠেছিল বজরং দলের স্থানীয় নেতা যোগেশ রাজের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর এখনও সে জেলেই আছে। অথচ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে হিন্দু সংগঠনের দেওয়া ব্যানারে দেখা যাচ্ছে তাকে। এই ব্যানারে স্থানীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানানো হয়েছে।
কুম্ভমেলায় আগুন লাগল, তারপর কী হল!
ডিসেম্বরের তিন তারিখ এই খুনের ঘটনা ঘটে। উন্মত্ত জনতার মারে মৃত্যু হয় পুলিশ আধিকারিক সুবোধকুমার সিংয়ের। তার একমাস পর গ্রেফতার হয় যোগেশ। এই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। একটি ভিডিয়োতে দেখা যায় এক ব্যক্তি সুবোধকে লক্ষ করে গুলি চালাচ্ছে। তাকেও গ্রেফতার করে পুলিশ।
হ্যানি ট্র্যাপ! আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার সেনা জওয়ান
নেতা গ্রেফতার হলেও বজরং দলের তরফে দাবি করা হয়েছে যোগেশ কোনও অপরাধ করেনি। একই সঙ্গে দলের মনে হয় অচিরেই অভিযোগ থেকে মুক্ত হয়ে যাবে সে।
বেশ কিছু দিন লুকিয়ে ছিল যোগেশ। গোপন আস্তানা থেকে ভিডিয়ো প্রকাশ করে নিজেকে নির্দোষ বলে দাবিও করে সে। এতেই প্রশ্ন ওঠে তাঁকে গ্রেফতার করতে ততটা তৎপর নন পুলিশ কর্তারা। এরই মধ্যে এ ধরনের জল্পনা বাড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা থেকেও। তারপর অবশ্য গ্রেফতার হয় যোগেশ। এবার তাঁর ছবিই উঠে এলো পোস্টারে