This Article is From Jan 13, 2019

হ্যানি ট্র্যাপ! আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার সেনা জওয়ান

গ্রেফতার  করে তাঁকে আদালতে  পেশ করেছে রাজস্থান পুলিশ।

হ্যানি ট্র্যাপ! আইএসআইকে  তথ্য পাচারের অভিযোগে  গ্রেফতার সেনা জওয়ান

গ্রেফতার  করে তাঁকে আদালতে  পেশ করেছে রাজস্থান পুলিশ

হাইলাইটস

  • তথ্য পাচার করার অভিযোগে এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হল
  • গ্রেফতার করে তাঁকে আদালতে পেশ করেছে রাজস্থান পুলিশ
  • সে অনিকা চোপড়া নামে এক ফেসবুক গ্রাহকের সঙ্গে নিয়মিত কথোপকথন চালাত
নিউ দিল্লি:

আবারও হ্যানি ট্র্যাপের সন্ধান পাওয়া গেল!  সোশ্যাল  মিডিয়ায় হ্যানি ট্র্যাপের শিকার হয়ে  পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচার করার  অভিযোগে এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হল। গ্রেফতার  করে তাঁকে আদালতে  পেশ করেছে রাজস্থান পুলিশ। সূত্রের খবর, রাজস্থানের জয়সালমিরে কর্মরত ওই জওয়ানকে  জেরা  করবেন গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে  ওঠা অভিযোগ সত্য কিনা তা খতিয়ে দেখা হবে।

ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান, তারপর!

ধৃত সেনা জওয়ানের নাম সোমবীর। তদন্তে জানা গিয়েছে  সে অনিকা চোপড়া নামে এক ফেসবুক গ্রাহকের সঙ্গে নিয়মিত কথোপকথন চালাত। সেটি আইএসআইয়ের অ্যাকাউন্ট বলে  জানতে  পারা  গিয়েছে।  এই ঘটনার কথা জানতে পেরে ফেসবুকের  অন্য  অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। আর কোনও জওয়ান  এভাবে তথ্য  পাচারের সঙ্গে  জড়িত কিনা তা দেখা  হচ্ছে।

 জওয়ানের গ্রেফতারির খবরের সত্যতা সেনার তরফে স্বীকার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় বায়ু সেনার এক আধিকারিকের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছিল। এক মহিলাকে সেনা সম্পর্কিত গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠেছিল আসে সে সময়।

অখিলেশ এবং মায়াবতীকে শ্রদ্ধা করি, জোট প্রসঙ্গে মত কংগ্রেস সভাপতির

সেনা জওয়ান এবং আধিকারিকরা কী ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা আছে। সেখানে বলা আছে  জওয়ান এবং আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরচিয় জানাতে পারবেন না। শুধু তাই নয় ইউনিফর্ম পরা অবস্থায় ছবিও তাঁরা পোস্ট করতে পারেন না।

.