This Article is From Mar 12, 2019

Google Doodle World Wide Web's 30th Birthday: ‘WWW’ তিনটি অক্ষর যা বদলে দিয়েছে জীবন

World Wide Web (WWW) Anniversary Doodle: ব্রিটিশ পদার্থবিজ্ঞানী টিম বার্নার্স-লি ইউরোপের পদার্থবিজ্ঞান ল্যাব সিআরএন-এ কাজ করতেন, তিনি ১৯৮৯ সালের ১২ মার্চ তথ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীভূত ব্যবস্থার প্রস্তাব দেন। এই প্রস্তাব থেকেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্ম যা বর্তমানে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন।

Google Doodle World Wide Web's 30th Birthday: ‘WWW’ তিনটি অক্ষর যা বদলে দিয়েছে জীবন

WWW Google Doodle: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ৩০ তম জন্মদিন আজ

নিউ দিল্লি:

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব! এ এমন এক জিনিস যা ছাড়া পৃথিবী আজ কেমন হত তা এককথায় অকল্পনীয়! সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) আজ ৩০ বছরে পা দিল। World Wide Web-এর (30th anniversary of the birth of the World Wide Web) বিশেষ দিনে গুগল তাঁদের বিশেষ ডুডলের (Google Doodle) মাধ্যমে উদযাপন করেছে এই বার্ষিকী। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী টিম বার্নার্স-লি ইউরোপের পদার্থবিজ্ঞান ল্যাব সিআরএন-এ কাজ করতেন, তিনি ১৯৮৯ সালের ১২ মার্চ তথ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীভূত ব্যবস্থার প্রস্তাব দেন। এই প্রস্তাব থেকেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) জন্ম যা বর্তমানে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। 

নীরব মোদীকে গ্রেফতারের জন্য নথিপত্র চেয়েছিল ব্রিটেন, কোনও উত্তরই দেয়নি ভারত

তাঁর প্রস্তাবনায় হাইপারটেক্সট লিঙ্কের (hypertext links) কথা বলা ছিল। অর্থাৎ একটি পেজে মূল শব্দগুলিতে ক্লিক করলে ওই শব্দের বিশেষ পেজে সরাসরি চলে যাওয়ার সম্ভাবনা ছিল। গুগল ডুডল (Google Doodle) প্রযুক্তির এই মাইলফলককে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরেছে। ছবিটির ডেস্কটপ মনিটরটির কেন্দ্রে একটি পৃথিবী ধীরে ধীরে ঘুরছে। নিশ্চয়ই সকলের মনে পড়ে যাচ্ছে কম ডাউনলোড স্পীডের দিনগুলির কথা!

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (World Wide Web) ৩০ তম বার্ষিকী

 

1. টিম বার্নারস লি (Tim Berners-Lee) সুইজারল্যান্ডে ইউরোপীয় নিউক্লিয়ার গবেষণা প্রতিষ্ঠানে (CERN) চাকরি করার সময় ব্রাউজার কম্পিউটার প্রোগ্রাম লেখেন। তিনি তিনটি প্রযুক্তির খসড়া লেখেন যার মধ্যে, এইচটিএমএল, ইউআরএল এবং HTTP অন্তর্ভুক্ত। ১৯৯১ সালের ৬ আগস্ট টিম (Tim Berners-Lee) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোজেক্টের গবেষণা পত্র প্রকাশ করেন।

 

2. এই গবেষণাপত্রে টিম (Tim Berners-Lee) সিইআরএন এর নিজস্ব পরিচালকের কাছ থেকে এমন এক ধরনের ইনফরমেশন সিস্টেম চান যা তাঁদের ল্যাবে একটি কম্পিউটারের সঙ্গে অন্যটিকে সংযুক্ত করতে পারে। টিম (Tim Berners-Lee) এই প্রস্তাবটি গ্রহণ করেন এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণার ল্যাবের কম্পিউটারগুলির সংযুক্ত নেটওয়ার্ক তৈরি হয়। 

আরেকটা স্ট্রাইক করার কথা ভাবছে মোদী সরকার, বললেন মমতা

 

3. এটি ছিল ইন্টারনেটের মাধ্যমে প্রথম যোগাযোগ। ১৯৯১ সালে ওয়েব ব্রাউজারকে CERN এর বাইরেও প্রকাশ করা হয়। অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানও এই বিষয়ে কাজ করে। ৬ আগস্ট ইন্টারনেটের জন্ম হয়। প্রথম ওয়েবসাইট ছিল http://info.cern.ch। ১৯৯৩ সালের এপ্রিল মাসে সিইআরএন কোম্পানি ইন্টারনেটের রয়্যালটি ওপেন সোর্স করে দেয়।

 

4. এর পরেই শুরু হয় ইন্টারনেটের এক নয়া বিশ্বের ভিত্তি স্থাপন। এই পর্যায়ে বহু ওয়েব কোম্পানি জন্ম নিয়েছে। যার মধ্যে গুগল, আমাজনের মত কোম্পানিও অন্তর্ভুক্ত।

 

5. ভারতবর্ষের জনসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা শুরু হয় ১৯৯৫ সালের ১৫ অগাস্ট। বিদেশ সঞ্চার লিমিটেড (VNI) প্রথম তা শুরু করে। সিস্কোর ভিজুয়াল নেটওয়ার্কিং ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে হবে ৮২.৯ কোটি।

.