This Article is From Apr 12, 2020

লকডাউনে ইশান্তের সঙ্গে প্রতিমার নাচ! চ্যালেঞ্জ ছুঁড়লেন অধিনায়ক বিরাটকে

ইনস্টাগ্রামে ইশান্তের সঙ্গে নেচে ভাইরাল প্রতিমা শর্মা (Pratima Sharma)। তিনি নাচের এই ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিকে।

লকডাউনে ইশান্তের সঙ্গে প্রতিমার নাচ! চ্যালেঞ্জ ছুঁড়লেন অধিনায়ক বিরাটকে

নেচেকুঁদে ভাইরাল শর্মা দম্পতি

করোনা মহামারী ঠেকাতে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সাধারণের সঙ্গে ঘরে থাকতে হচ্ছে ক্রিকেটারদেরও। বেশির ভাগ খেলোয়াড় অবসর বিনোদন হিসেবে কিছু না কিছু করছেন। কেউ অনুরাগীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। কেউ জীবনে ঘটে যাওয়া মনে রাখার মতো ঘটনাগুলো শেয়ার করছেন সোশ্যালে। স্ত্রীরাও এই সমস্ত ক্রিকেটারের বিনোদন সফরসঙ্গী। এই সফরে এবার যোগ দিলেন ইশান্ত শর্মার (Ishant Sharma) স্ত্রী-ও। ইনস্টাগ্রামে ইশান্তের সঙ্গে নেচে ভাইরাল প্রতিমা শর্মা (Pratima Sharma)। তিনি নাচের এই ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিকে (Captain Virat Kohli) । খবর, বিরাট নাকি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন!

Wohoooo nice move @ishant.sharma29 😘😘

A post shared by Pratima singh (@pratima0808) on

যদিও প্রতিমা অন্য ক্রিকেটার স্ত্রীদের তুলনায় প্রচারের আলোয় খুবই কম গায়ে মাখেন। তবে এই ভিডিওয় তিনি সটান ছক্কা হাঁকিয়েছেন। একরকমভাবে ভিডিওকে ইশান্তের সহকর্মীদের পক্ষে চ্যালেঞ্জ বলা যেতে পারে। কারণটি হ'ল ক্রিকেটাররা খুব কমই তাদের স্ত্রী বা তাদের স্ত্রীর সাথে এই জাতীয় ভিডিও পোস্ট করেন। এখন এমন পরিস্থিতিতে মূর্তির এই ভিডিও পোস্টটিকে টিম ইন্ডিয়ার বিবাহিত দম্পতিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, বিরাট কোহলিও দিল্লি থেকে এসেছেন এবং ইশান্ত শর্মার ভালো বন্ধু। যদিও, শুধু বিরাটকেই নয়, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মাকেও এই চ্যালেঞ্জ জানিয়েছেন শর্মা দম্পতি। 

Click for more trending news


.