This Article is From Aug 16, 2018

বাজপেয়ী ছিলেন রাজনৈতিক সহযোগিতার প্রতীক: কেশরিনাথ ত্রিপাঠী

রাজনৈতিক সহযোগিতার প্রতীক হয়ে উঠেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

বাজপেয়ী ছিলেন রাজনৈতিক সহযোগিতার প্রতীক: কেশরিনাথ ত্রিপাঠী

কোনও পরিস্থিতিতেই নিজের আদর্শ ত্যাগ করতেন না অটল। আর সেটাই তাঁকে বিশেষ করে রেখেছে।       

কলকাতা:

 

রাজনৈতিক সহযোগিতার প্রতীক হয়ে উঠেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একথাই বললেন রাজ্যের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।

       

বাজপেয়ীর মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বলে ব্যাখ্যা করেন রাজ্যপল। তিনি বলেন, "একাধিক বিষয়ে অটলের সাহচর্য পেয়েছি। প্রয়োজনের সময় পরামর্শও দিয়েছেন তিনি। দেশের ক্ষতির পাশাপাশি আমারও ক্ষতি হল।"

 

প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যপ্তি কতটা সেটা বোঝাতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘"আমার মনে হয় শুধু ভারত নয় গোটা পৃথিবীই এক রাজনেতাকে হারালো। তিনবারের প্রধানমন্ত্রী অটল দেশের রাজনীতি ও সমাজ জীবনে গভীর রেখা  পাত করে গিয়েছেন। তাঁর কথা বলার ভঙ্গিমা ছিল খুবই আকর্ষণীয়। রাজ্যপাল আরও জানান কোনও পরিস্থিতিতেই নিজের আদর্শ ত্যাগ করতেন না অটল। আর সেটাই তাঁকে বিশেষ করে রেখেছে।"                



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.