This Article is From Sep 07, 2019

Chandrayaan 2: শেষ পর্যন্ত আর আবেগ ধরে রাখা গেল না, আলিঙ্গনের সাথে সাথে চোখে এল জল

Chandrayaan 2: তিনি বিজ্ঞানীদের শুধু উত্সাহিত করেননি, তিনি বলেছিলেন যে আমি আপনার সাথে আছি এবং সেই সাথে পুরো দেশ আপনার সাথে রয়েছে

Chandrayaan 2: প্রধানমন্ত্রী মোদী দীর্ঘক্ষণ ইসরোর চেয়ারম্যানকে জড়িয়ে ধরে তাঁকে উত্সাহিত করতে থাকেন

বেঙ্গালুরু/নয়া দিল্লি:

Chandrayaan 2 ল্যান্ডার 'বিক্রম' গত রাতে চাঁদে অবতরণের সময় পৃথিবী স্থিত স্টেশনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন, এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ইসরোতে পৌঁছেছিলেন। এখানে তিনি বিজ্ঞানীদের শুধু উত্সাহিত করেননি, তিনি বলেছিলেন যে আমি আপনার সাথে আছি এবং সেই সাথে পুরো দেশ আপনার সাথে রয়েছে। প্রধানমন্ত্রী মোদী যখন বেঙ্গালুরুর স্পেস সেন্টার থেকে বেরিয়ে আসছিলেন, তখন তিনি ইসরো চেয়ারম্যানের সিভনকে জড়িয়ে ধরেন এবং এই সময়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। প্রধানমন্ত্রী মোদী দীর্ঘক্ষণ ইসরোর চেয়ারম্যানকে জড়িয়ে ধরে তাঁকে উত্সাহিত করতে থাকেন। প্রসঙ্গত, সম্পর্কিত ঘটনাগুলি বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।তিনি বলেছিলেন, "আপনারাই সেই লোক, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্যই বেঁচে থাকেন।আপনারাই তারা, যারা ভারত মাতাকে গর্বিত করার জন্য লড়াই করে চলেছেন।আপনারা ভারত মাতার প্রতি অনুরাগী, আপনারা নিজেদের সম্পূর্ণ জীবন তাঁর পায়ে সঁপে দিয়েছেন।আপনাদের স্বপ্ন ভারত মাতার গর্ব।'

 প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন, "বন্ধুরা, আমি গত রাতে আপনাদের মনের অবস্থা বুঝতে পারছিলাম।আপনাদের চোখ অনেক কথা বলছিল। আমি আপনার মনের  দুঃখ পড়তে সক্ষম হয়েছি এবং সেই সময়ের জন্য আমি আপনার মাঝে বেশিক্ষণ থাকিনি।জানি ভারত বিনা ঘুমেই কেটে গেছে আপনাদের, তবু একবার আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করছিল।এই মিশনের সাথে যুক্ত এক একতা মানুষের মনের অবস্থা এক এক রকম, আমরা অনেক বড়ো সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই যেন সবকিছু চোখে আসা বন্ধ হয়ে গেল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে সব যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। মন বলে উঠল কেন এমনটা হল? কেন সবকিছু বন্ধ হয়ে গেলো? কিন্তু আপনারা তখনও ভাবছিলেন কিছু তো হবে।কারণ এর পিছনে ছিল আপনাদের অক্লান্ত পরিশ্রম। আপনাদের দায়িত্ব আরোও বেড়ে গেল।  আমার সফলতা পাইনি ঠিকই কিন্তু আমরা আসা ছাড়িনি, বরং তা আরও দৃঢ় হয়ে উঠেছে।  

শুক্রবার মাঝরাতে কয়েক সপ্তাহের প্রত্যাশার পরে, চাঁদের পিঠে অবতরণের কথা ছিল চন্দ্রযান ২-এর। কিন্তু চন্দ্রায়ণ ২-র বিক্রম ল্যান্ডার অবতরণের কয়েক সেকেন্ড আগে গ্রাউন্ড স্টেশনগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিক্রমের উৎক্ষেপণ হিসেবে ইসরোর যেমন পরিকল্পনা ছিল সেই উচ্চতাতেই অর্থাৎ ২.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছিল সেই যান।এই ব্যর্থতার পরেই কান্নায় ভেঙে পড়েন প্রধান বিজ্ঞানী। শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি কাল আপনার সঙ্গে কথা বলিনি, আপনার চাপ যাতে আরও না বাড়ে তার জন্য। শুক্রবার আপনাকে সময় দিয়েছি, ব্যর্থতার ধাক্কা সামলে নেওয়ার জন্য।"  

.