This Article is From Oct 09, 2018

Mahalaya 2018- মহালয়ার তর্পণ করতে গিয়ে হুগলিতে তলিয়ে গেলেন দুই ব্যক্তি

একজন উত্তরপাড়াতে নদীর ঘাটে ডুবে যান, অন্য আরেক ব্যক্তি এইদিন একটু বেলার দিকে শেওড়াফুলির কাছে নদীতে ডুবে যান

তর্পণ করতে গিয়ে মহালয়ার সকালে জলে তলিয়ে গেলেন দুই ব্যক্তি

হুগলি:

তর্পণ করতে গিয়ে মহালয়ার সকালে জলে তলিয়ে গেলেন দুই ব্যক্তি। সোমবার সকালে হুগলি জেলার ঘটনা। মহালয়ার সকালে পূর্বপুরুষদের কাছে প্রার্থনা জানাতে জলে নেমেছিলেন তাঁরা।

"এখনও অব্দি যা তথ্য পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করে আমরা জেনেছি, হুগলিতে মহালয়ার তর্পণ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।" বলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, "দু’টি ঘটনাই হুগলি জেলার। একজন উত্তরপাড়াতে নদীর ঘাটে ডুবে যান, অন্য আরেক ব্যক্তি এইদিন একটু বেলার দিকে শেওড়াফুলির কাছে নদীতে ডুবে যান।"

সোমবার সকাল থেকেই সারা বাংলা জুড়ে নদীর তীরে তীরে হাজার হাজার মানুষ তাঁদের পিতৃপুরুষকে শ্রদ্ধা জানাতে তর্পণ অনুষ্ঠানে যোগ দেন। নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত করতে রাজ্য প্রশাসন বিখ্যাত নদীঘাটগুলিতে পর্যাপ্ত রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মকর্তাদের নিয়োগ করে।

.