This Article is From Aug 08, 2020

ইঞ্জিনিয়ারিং পড়তে রাজ্যের কোন কোন কলেজে খোঁজ নিতে পারেন, দেখুন তালিকা

এই রাজ্যেই আছে দেশের অন্যতম সেরা আইআইটি খড়গপুর। আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বরাবর উৎকর্ষতার বিচারে তালিকার ওপরের দিকে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়

ইঞ্জিনিয়ারিং পড়তে রাজ্যের কোন কোন কলেজে খোঁজ নিতে পারেন, দেখুন তালিকা

প্রতীকী ছবি।

কলকাতা:

চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফল (WBJEE result)। এবার ঢল নামবে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়ায়। রাজ্যের একাধিক প্রথমসারির কলেজ Engineering colleges in Bengal) স্নাতক ও স্নাতকোত্তর পর্বে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের গুণমান বিচার করে সেরা তালিকাভুক্ত করার দায়িত্বে থাকা এনআইআরএফও রাজ্যের কলেজগুলোর একটা তালিকা প্রকাশ করেছে। যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে এই রাজ্য অন্যতম গন্তব্য তাই একাধিক প্যারামিটার পেরিয়েই এই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো এনআইআরএফ তালিকায় জায়গা করে নিয়েছে। এই রাজ্যেই আছে দেশের অন্যতম সেরা আইআইটি খড়গপুর। আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মতো বরাবর উৎকর্ষতার বিচারে তালিকার ওপরের দিকে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়।

দ্বাদশ শ্রেণি পাশের পর পড়ুয়ারা তিনটি দিক চিহ্নিত করে। একটা অংশ যায় সাম্মানিক স্নাতক কোর্সে। একটা অংশ যায় কারিগরি শিক্ষা নিতে। আর একটি অংশ চিকিৎসা বিজ্ঞান পড়তে উদ্যোগী হয়। সেই মোতাবেক কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন গুরুত্বপূর্ণ।

দেখে নিন রাজ্যের কয়েকটি প্রথমসারির ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা:

কলেজ/বিশ্ববিদ্যালয় এনআইআরএফ তালিকা  ৩৬০ তালিকা

  • আআইইএসটি, শিবপুর  ১৯                                 ফোর এ প্লাস
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়    ১৪                                 ফোর এ প্লাস
  • আইআইইএম, কলকাতা  ১০২                              ফোর এ
  • ম্যাকাউ প্রযুক্তি                 ১৬৫                             ফোর এ
  • বিশ্ববিদ্যালয়
  • এনআইটি দুর্গাপুর            ৪৬                              ফোর এ
  • বিধান কৃষি বিশ্ববিদ্যালয়                                    ট্রিপল এ প্লাস
  • হলদিয়া ইন্সটিটিউট 
  • অফ টেকনোলজি            ১৭৪                         ট্রিপল এ প্লাস

.