This Article is From Mar 04, 2020

দিল্লি হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, দলীয় কোন্দল ভুলে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করার বার্তা দিতে এদিন মালদার সুজাপুরে সভা করেন তৃণমূলনেত্রী

দিল্লি হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার মালদার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়

সুজাপুর, মালদহ:

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার (Delhi Violence) ঘটনায়  সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দিল্লিতে হিংসার ঘটনায় ৪২ জন মানুষের প্রাণহানি হয়। বুধবার মালদার সুজাপুরে (Sujapur in Malda) তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় বক্তব্য রাখেন তিনি, সেখানেই  তৃণমূলনেত্রী বলেন, “বাংলায় ছোটোখাটে ব্যাপারে সিবিআই তদন্ত চায় তারা (বিজেপি)। অথচ দিল্লিতে, এত মানুষের মৃত্যুর পরেও, কোনও বিচারবিভাগীয় তদন্ত হয়নি। আমরা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি”। তাঁর অভিযোগ, দেশের রাজধানীতে “গুজরাট হিংসার মডেল” কার্যকর করা হয়েছে।

বাংলায় বিভাজনকারী শক্তিকে উঠতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো, পাশাপাশি এই ধরণের পরিস্থিতির মোকাবিলায় একসঙ্গে লড়াইয়েরও আহ্বান জানান তিনি। তাঁর কথায়, “আমরা মানবতা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একতা এবং ভালবাসায় বিশ্বাস করি, ঘৃণায় নয়, আমরা বাংলায় এই ধরণের হিংসা, অশান্তি হতে দেব না। আমাদের সর্বশক্তি দিয়ে তাদের তাড়াব”।

কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণের নীতির সমালোচনা করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, এলআইসি, ব্যাঙ্ক সবকিছু বিক্রি করে দিচ্ছে তারা। মানুষ প্রতিবাদ করলে নৃশংসভাবে সেই প্রতিবাদ দমন করছে”। তৃণমূলনেত্রী আরও বলেন, “তারা (বিজেপি)  পয়য়াওয়ালা দল। একহাতে তারা হত্যা করছে, এবং অন্যহাতে কিছু এনজিও-এর মাধ্যমে অন্য হাতে টাকা বিলি করছে। দয়া করে ওদের থেকে টাকা নেবেন না, প্রচণ্ড আর্থিক সঙ্কটের মধ্যেও আপনাকে সাহায্য করবে রাজ্য সরকার”।

দিল্লি হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানো, অভিযোগ মুখ্যমন্ত্রীর

বিজেপির বিরুদ্ধে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা এতটাই নির্লজ্জ যে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এখানে তারা আর্থিক শক্তি কাজে লাগাচ্ছে”।

২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, দলীয় কোন্দল ভুলে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করার বার্তা দিতে এদিন মালদার সুজাপুরে সভা করেন তৃণমূলনেত্রী। জেলার সমস্ত আসনে জোড়াফুল ফোটানোর আহ্বান জানান তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.