বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নাম ব্যবহার করে সদস্যকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করা প্রচেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি একটি ভুয়ো সদস্যপদের কার্ড দেখান, তার বাঁদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। “সদস্য”র নাম দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেখানো হয়েছে ওই কার্ডে। কার্ডটিতে বড় গোলাকার বৃত্তে ভারতীয় জনতা পার্টি উল্লেখ করা এবং সঙ্গে রয়েছে তার প্রতীকও।
সব্যসাচী বিশ্বাসঘাতক, তৃণমূল ছাড়লে ভাল হবে: ফিরহাদ হাকিম
ভুয়ো সদস্যপদ কার্ডের পিছনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নিম্নমানের কাজ করছে” গেরুয়া শিবির। তৃণমূল মহাসচিবের অভিযোগ, তৃণমূলকর্মীদের বিভ্রান্ত করতে এই ধরণের কাজ করছে বিজেপি, গণতন্ত্রের পক্ষে যা খুবই অশুভ। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এনিয়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)