This Article is From Oct 14, 2019

TikTok Top 5: বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনার ছবি! ভাইরাল টিকটকে

মহাবলীপুরমে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে নৈশভোজ আর পরের দিনই সমুদ্রে সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্লাস্টিক কুড়োনো...অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন।

TikTok Top 5: বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনার ছবি! ভাইরাল টিকটকে

TikTok Top 5 Video: বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনা দেখুন ভাইরাল ভিডিওয়

নয়া দিল্লি:

টিকটিক মানেই মজার। টিকটক মানেই সমসাময়িক (TikTok trending video) কিছু বিষয়ের ওপরে ভিডিও। হতেই পারে সেটি তারকাখচিত। কিংবা আম আদমির। যেমন, নরেন্দ্র মোদির ভিডিও। প্রাতঃভ্রমণ সারতে সারতে সমুদ্র সৈকত পরিষ্কার কি চাট্টিখানি কথা! স্বাভাবিক ভাবেই সেই ভিডিও ভাইরাল। এরকমই পাঁচ ভাইরাল ভিডিও (TikTok Top 5) আপনাদের জন্য---

১. আজকের সেরা ভিডিও নরেন্দ্র মোদি(PM Modi): মহাবলীপুরমে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে নৈশভোজ আর পরের দিনই সমুদ্রে সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্লাস্টিক কুড়োনো...অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন।

২. বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনা: বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনার ভিডিও একুশ শতকে! অসম্ভব। সেই অসম্ভবও সম্ভব হল টিকটকের কল্যাণে।

৩. কেমিক্যাল নয়, অর্গানিক লিপস্টিক ঘরেই বানান: ঠোঁটের ক্ষতি এড়াতে।

৪. এমন মজার বিয়ে দেখেছেন! বউ লম্বা বর বেঁটে। হয়রান উপস্থিত সবাই!

৫. পানিফলের গাছ, ফল খেয়েছেন, গাছ দেখেছেন কখনও? টিকটক সেটাও দেখাবে।

Click for more trending news


.