This Article is From Dec 21, 2018

চিটফান্ডের টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

চিটফান্ডে কাণ্ডে জড়িয়ে গিয়ে এবার গ্রেফতার হলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বর্তমানে একটি প্রথমসারির বাংলা দৈনিকের সম্পাদক তিনি।

চিটফান্ডের টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

বুধবার সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুমন চট্টোপাধ্যায়কে।

নিউ দিল্লি:

চিটফান্ডে কাণ্ডে জড়িয়ে গিয়ে এবার গ্রেফতার হলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বর্তমানে একটি প্রথমসারির বাংলা দৈনিকের সম্পাদক তিনি। আইকোর গ্রুপের চিটফান্ড থেকে অর্থ নেওয়ার কারণে সিবিআই আজ গ্রেফতার করল তাঁকে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর থাকাকালীন তিনি তাঁর সংস্থার অ্যাকাউন্ট এবং নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য বহু কোটি টাকা নেন। সাধারণ মানুষের থেকে ৩,০০০ কোটি টাকা চিটফান্ডের মাধ্যমে তুলেছিল আইকোর গ্রুপ।

দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেলেন স্কচ পুরস্কার

বুধবার সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুমন চট্টোপাধ্যায়কে। আজ গ্রেফতার করা হয় তাঁকে।

২০১৪ সালে আইকোর গ্রুপের বিরুদ্ধে আইপিসির ধারায় জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নামে সিবিআই। সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরই তারা এই সংস্থার মালিক অনুকূল মাইতি এবং তাঁর স্ত্রী কণিকাকে গ্রেফতার করে। 

শুক্রবার সুমন চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের আদালতে তোলা হবে।

 

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.