This Article is From Aug 07, 2018

একজন অনুরাগীর দিন ভাল করে দিলেন সুস্মিতা। দেখুন কীভাবে

টুইটার ব্যবহারকারীকে দেওয়া সুস্মিতা সেনের মিষ্টি রিপ্লাই দেখে আপ্লুত সকলে।

একজন অনুরাগীর দিন ভাল করে দিলেন সুস্মিতা। দেখুন কীভাবে

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুস্মিতা সেন।

বেশিরভাগ মানুষের জন্যই সোমবার খুব বিরক্তিকর। তাই সামান্য ভাল কিছুতেই আমাদের মন ভাল হয়ে যায়। সুস্মিতা সেনের ছোট্ট একটা কাজ একজন অনুরাগীর দিনও আজ একইভাবে ভাল করে দিল। টুইটারে একজন ব্যবহারকারীকে একটা মিষ্টি রিপ্লাই দিয়ে সুস্মিতা সেন সকলের মন জয় করে নিলেন।

গতকাল দুইজন টুইটার ইউজার তাঁদের একজনের পোস্ট করা একটা ডিসপ্লে পিকচার নিয়ে তর্ক করছিলেন। সেই সময় তাঁদের মধ্যে একজন ম্যায় হু না খ্যাত অভিনেত্রীকে কমেন্টে মেনশন করে লেখেন একমাত্র সুস্মিতা সেন ভাল বলেলেই তিনি বিশ্বাস করবেন।

আর সকলকে অবাক করে ওই কমেন্টের রিপ্লাইতে মিস সেন একটা হাতে লেখা ছোট্ট বার্তা পোস্ট করেন। দেখে নিন সেই রিপ্লাইঃ

দারুণ। তাই না?

আমাদের ধারনা ওই টুইটার ব্যবহারকারী এবার মেনে নিয়েছেন যে ওই ডিসপ্লে পিকচারটা ভাল।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুস্মিতা সেন। আজ দিন শুরু করেন এই পোস্টের মাধ্যমেঃ 

এইভাবেই তিনি ওই টুইটার ব্যবহারকারীর দিন ভাল করে দিলেন। আমাদের মন ছুঁয়ে গেছে। আর আপনার?  

সুস্মিতা সেনকে শেষবার বাংলা ছবি নির্বাকে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রায়ই তাঁর অনুরাগীদের তাঁর ঘুরতে যাওয়ার এবং শরীরচর্চার ছবি ও ভিডিও শেয়ার করে তাক লাগিয়ে দেন।

Click for more trending news


.