Bengali | Edited by Biren Bhattacharya | Thursday November 7, 2019
দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মহারাষ্ট্রে সরকার (Maharashtra Government) গঠন করা উচিত বিজেপি-শিবসেনা জোটের, এমনটাই বললেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari), পাশাপাশি জানালেন, শিবসেনার সমর্থন পাবে তাঁর দল। এদিনই হঠাৎই নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদর দফতরে উড়ে যান গড়করি, তিনি বলেন, “দেবেন্দ্র ফড়নবিশকেই পছন্দ, এবং তাঁরই সরকারের নেতৃত্ব দেওয়া উচিত। বিজেপি ১০৫টি আসন জিতেছে, ফলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত”। শিবসেনাকে আটকাতে সর্বসম্মত প্রার্থী হিসেবে তাঁর নামও ঘোরাফেরা করছে।
www.ndtv.com/bengali