This Article is From Jun 07, 2018

এক দেশ নয়, এক পরিচয় : প্রণব মুখার্জী বক্তব্যের 5টি বড় মন্ত্যব্য

শ্রী প্রণব মুখার্জী তার বক্ত্যব্যের শুরুতেই নিজের দেশ, জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের ধারণা ব্যক্ত করেন। 

এক দেশ নয়, এক পরিচয় : প্রণব মুখার্জী বক্তব্যের 5টি বড় মন্ত্যব্য

নিজের দেশ, জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের ধারণা ব্যক্ত করেন প্রণব মুখার্জী

নাগপুর: সকল জল্পনার শেষে প্রাক্তন রাষ্ট্রপতি আজ শেষমেশ আরএসএস সভায় যোগদান করে দেশের রাজনীতি আরো একবার সরগরম করে দিলেন। আরএসএস প্রধান মোহন ভগবতের থেকে মুখ্য অথিতির আমন্ত্রণ পাওয়ার পর থেকেই কংগ্রেসের এই বরিষ্ঠ নেতাকে তার দল থেকে পরিবার সকলেই চাপের মধ্যে রাখার চেষ্টা করেছিল। কিন্তু শেষমেশ নাগপুরে তিনি এই সভায় মুখ্য অথিতি হয়ে সকলের সেচ্ছাসেবক ও সাধারণ  মানুষের সামনে নিজের সকল ধারণা সবার সামনে তুলে ধরলেন। শ্রী প্রণব মুখার্জী তার বক্ত্যব্যের শুরুতেই নিজের দেশ, জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের ধারণা ব্যক্ত করেন। 

নাগপুরে আরএসএস অনুষ্ঠানে প্রণব মুখার্জীর কিছু বিশেষ বক্ত্যব্য 

  1. আমাদের জাতীয় পরিচয়ই হল আমাদের সহ অস্তিত্ব।আমরা সহনশীলতা থেকে আমাদের শক্তি তৈরী হয়, আর আমরা সেই বৈচিত্র্যকে উদযাপন করি 
  2. শুধুমাত্র  নিজের জাতীয়তাবাদ প্রমানের জন্য ধর্ম, স্থান, ঘৃণা এবং অসহিষ্ণুতার পরিপন্থী আমাদের জাতীয় পরিচয়কে ক্ষুর্ণ করতে পারে 
  3. ভারতের ভাবনার বহুবচন এবং সহনশীলতা ডুবে আছে মিথ্যায়। ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তি আমাদের জন্য বিশ্বাসের একটি বিষয়। আমরা এক জাতি নয়, আমরা আসলে একটা পরিচয়
  4. সকল বর্ণের হিন্দু, মুসলিম শিখের সংমিশ্রণে আসতে পারে শুধুমাত্র আমাদের জাতীয়তাবাদ
  5. আমাদের দ্বন্দ্ব, সহিংসতা এবং রাগকে সংযত করতে হবে এবং সকলকে সাথে নিয়ে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হবে। আমাদের মাতৃভূমি এটাই চাইছে, এটাই দাবী করছে

.