আরএসএস প্রধান (RSS chief) জেড ক্যাটাগরির নিরাপত্তা পান।
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গরুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আরএসএস প্রধান (RSS Chief) মোহন ভগবতের (Mohan Bhagwat) কনভয়ের একটি গাড়ি। মহারাষ্ট্র চন্দ্রপুর জেলায় এই ঘটনাটি ঘটেছে। আরএসএস প্রধান (RSS chief) জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাউ তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীদের (security Guards ) কয়েকটি গাড়ি থাকে। চন্দ্রপুর থেকে নাগপুর ফেরার সময় হঠাৎই তাঁর কনভয়ের একটি গাড়ির চালক দেখতে পান রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে রয়েছে। গরুটির যাতে ধাক্কা না লাগে তা নিশ্চিত করতে গিয়ে ব্রেক কষেন চালক। আর তাঁর জেরেই গাড়িটি উল্টে যায়। আহত হন ভেতরে থাকা এক নিরাপত্তাকর্মী। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে গরুর আঘাত লাগেনি।
Elections 2019: অন্ধ্রে ০, তামিলনাড়ুতে ০...মমতার 'এক্সিট পোল'
এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই আরএসএস প্রধান এর গাড়ি ওই গতিকে অতিক্রম করে এগিয়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে পেছনের একটি গাড়ি। ওই গাড়িতে আধা সামরিক বাহিনীর ৬ জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে একজন।