This Article is From Oct 23, 2018

কার্নিভ্যালের জন্য সমাজসেবী সংঘের প্রস্তুতি তুঙ্গে!

রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি কীভাবে নিচ্ছে সমাজসেবী সংঘ?

কার্নিভ্যালের জন্য সমাজসেবী সংঘের প্রস্তুতি তুঙ্গে!

সমাজসেবী সংঘের এবারের থিম ছিল স্পর্শ।

কলকাতা:

এবারের মতো দুর্গা পুজো শেষ হবে আজকের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত দুর্গা পুজো কার্নিভ্যালে অংশগ্রহণ করবে 75টি দুর্গা পুজো কর্তৃপক্ষ। বিকেল 4.30 মিনিটে রেড রোডে আয়োজিত হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশগ্রহণ করবে সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক, 75 পল্লী, একডালিয়া এভারগ্রিন, মহম্মদ আলি পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন, বাবু বাগান, কুমোরটুলি সর্বজনীন ইত্যাদি বিভিন্ন পুজো। এবারের কার্নিভ্যালে শুধুমাত্র প্রতিমা নয়, দেখা যাবে প্যান্ডেলেরও খানিকটা অংশ- জানা গিয়েছে এমনই। উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রীসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আরও অনেকেই।

আজ বিকেলে আয়োজিত শোভাযাত্রার আগে NDTV বাংলার প্রতিনিধি ঘুরে দেখে এলেন সমাজসেবী সংঘের কার্নিভ্যালের প্রস্তুতি। আট থেকে আশি মহিলা পুরুষ নির্বিশেষে ক্লাবের সকল সদস্যকে দেখা গেল হলুদ পোশাকে সেজে উঠতে। মহিলাদের পরনে দেখা গেল হলুদ শাড়ি ও পুরুষদের দেখা গেল হলুদ পাঞ্জাবীতে সেজে উঠতে। হইহই করে সকলে সারিবদ্ধভাবে রওয়ানা দিলেন কার্নিভ্যালের উদ্দেশ্যে। ঢাকের তালে বিদায় জানাতে চললেন মাকে। দেখে নিন সমাজসেবী সংঘ কীভাবে কার্নিভ্যালের প্রস্তুতি নিয়েছেঃ

কার্নিভ্যালের আরও অন্যান্য খবর জানতে চোখ রাখুন NDTV বাংলায়।

.