This Article is From Jan 25, 2019

Republic Day 2019: এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কয়েকটি তথ্য যা আপনাকে জানতেই হবে

শুভ প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম গণতন্ত্র দিবস শনিবার। গত ৭০ বছরের প্রথা মেনে সমস্ত জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে গণতন্ত্র দিবস।

Republic Day 2019: এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কয়েকটি তথ্য যা আপনাকে জানতেই হবে

প্রজাতন্ত্র দিবসের প্যারেড: ২৬ জানুয়ারি, শনিবার ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালন করবে ভারত

হাইলাইটস

  • গত ৭০ বছরের প্রথা মেনে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে
  • দেশের রাষ্ট্রপতির রাজপথে আগমনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
  • প্যারেডে অংশ নিচ্ছেন আইএনএ-র চার জন প্রবীণ সৈনিক
নিউ দিল্লি:

শুভ প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম গণতন্ত্র দিবস শনিবার। গত ৭০ বছরের প্রথা মেনে সমস্ত জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে  গণতন্ত্র দিবস। দেশের রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২০০ জনের বিশেষ বাহিনী বিশেষ পোশাকে সজ্জিত হয়ে রাষ্ট্রপতিকে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছে দেয়। জাতীয় সঙ্গীতের পর হয় প্যারেড। এবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান  ৭০ বছর পূর্ণ করছে। তাই বেশ কয়েকটি  বিশেষ অনুষ্ঠান হচ্ছে এবার।                       

 

nh8tld5o

 

এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে যা যা জানতেই হবেঃ  

এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।

আগত দর্শকদের মন ছুঁতে থাকছে  দেশের বিভিন্ন প্রদেশের নৃত্যানুষ্ঠান। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের চিরাচরিত নৃত্য পরিবেশিত হবে।

পাঞ্জাবের ট্যাবলোর থিম জালিয়নওয়ালাবাগের ঘটনা। ঠিক একশো বছর আগে ওই গণহত্যার ঘটনাটি ঘটেছিল। এর  আগে  দু'বার পাঞ্জাবের  ট্যাবলো প্যারেডে দেখা গিয়েছিল।

এবারের প্রজাতন্ত্র দিবসের অন্যতম প্রধান দিক নারী শক্তি। অসম রাইফেলসের মহিলারা এই  কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন। তাছাড়া আরেক মহিলা অফিসার রাজপথে বাইক নিয়ে  নানা রকমের কসরত করবেন।          

u40o0rl

এবারের প্যারেডে অংশ নিচ্ছেন আইএনএ-র  চার জন প্রবীণ সৈনিক। মেজর জেনারেল রাজপাল পুনিয়া জানান এঁদের প্রত্যেকের বয়স  ৯০ থেকে ১০০ বছরের মধ্যে। তাছাড়া এই প্যারেডে আমেরিকার এম ৭৭৭ হাউইটজারও প্রদর্শিত হবে।

.