This Article is From Jan 31, 2020

Jammu: নাগরোটায় টোল প্লাজার কাছে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, গুলিতে মৃত জঙ্গি, আহত পুলিশকর্মী

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল নগরোটার বান এলাকায় চেকিং করার জন্য শ্রীনগরগামী একটি ট্রাক থামায়, তাতেই ছিল ওই জঙ্গিরা

Jammu: নাগরোটায় টোল প্লাজার কাছে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, গুলিতে মৃত জঙ্গি, আহত পুলিশকর্মী

হাইলাইটস

  • জম্মু ও কাশ্মীরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ
  • পুলিশের গুলিতে খতম ১ জঙ্গি, তবে বাকিরা পলাতক
  • জঙ্গিদের চালানো গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১ পুলিশকর্মী
জম্মু:

জম্মুর (Jammu) নাগরোটায় টোল প্লাজার কাছে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, গুলিতে মৃত জঙ্গি. আহত পুলিশকর্মী। শুক্রবার ভোরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় সেখানকার নিরাপত্তাবাহিনীর (Jammu and Kashmir Police) । জানা গেছে, ওই এলাকা দিয়ে ট্রাকে করে যাচ্ছিল ৩-৪ জন জঙ্গিদের একটি দল। তখনই ওই ট্রাক লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। শুক্রবার ভোর ৫ টা নাগাদ জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের একটি দল নগরোটার বান এলাকায় চেকিং করার জন্য শ্রীনগরগামী একটি ট্রাক থামায়, তাতেই ছিল ওই জঙ্গিরা, তখনই জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয়। জঙ্গিদের গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়েন এক পুলিশকর্মী। পাল্টা পুলিশের গুলিতে খতম হয় ১ জঙ্গি (Terrorist)। আহত পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, "পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন জঙ্গি মারা গেলেও বাকিরা পাশের জঙ্গলে লাফিয়ে পড়ে পালাতে সক্ষম হয়েছে।"  ওই শীর্ষ পুলিশকর্তা আরও জানিয়েছেন, "৩ থেকে ৪ জন জঙ্গিদের একটি দল শ্রীনগরের দিকে যাচ্ছিল, সেই সময়ই তাদের পথ আটকে দাঁড়ায় পুলিশ"।

তবে যে জঙ্গিরা জঙ্গলের মধ্যে পালিয়ে গেছে তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে গোটা এলাকা জুড়ে। যৌথ অভিযানের তদারকির জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, চলছে জায়গায় জায়গায় চিরুণী তল্লাশি।

আলোয় ফিরলেন জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়া ৫০ জন কাশ্মীরি, পরিবারের মুখে হাসি

এদিকে পুলিশ কর্তারা সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছেন ওই জঙ্গিরা যাতে কোনওভাবে জাতীয় সড়ক ধরে পালিয়ে না যায় তাই সেখানকার সমস্ত যানবাহনকে আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে, বন্ধ রয়েছে এলাকার যান চলাচলও। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জম্মু প্রশাসন আজ (শুক্রবার) নাগরোটা এলাকায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

.