This Article is From Jan 12, 2019

সূর্যাস্তের পরে মাত্র এক কাপ চা খেয়েই ৩০ বছর বেঁচে রয়েছেন ‘চায়েওয়ালি চাচি’!

“আমাদের মেয়ে পাটনা স্কুল থেকে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়েছিল। ফিরে এসে হঠাৎ করেই খাবার আর জল খাওয়া একেবারে বন্ধ করে দেয়।"

সূর্যাস্তের পরে মাত্র এক কাপ চা খেয়েই ৩০ বছর বেঁচে রয়েছেন ‘চায়েওয়ালি চাচি’!

৪৪ বছরের এই মহিলা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়েই সব খাওয়া ছেড়ে দেন

কোরিয়া:

“এক কাপ চায়ে আমি তোমাকে চাই!” এক কাপ চায়ে মানুষ প্রেম চান, আড্ডা চান, প্রেমিকার সান্নিধ্য অথবা তুফানি তর্ক সকলই চান, কিন্তু এক কাপ চায়ে বেঁচে থাকতে চান কি কেউ? হরেকরকমের চা সে আপনি যতই ভালোবাসুন না কেন, সব খাবার ছেড়ে শুধুমাত্র চা খেয়ে কি বেঁচে থাকতে পারবেন? তা একদিন নয়, তিন দিন নয়, তিরিশ টা বছর! বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের ‘চায়েওয়ালি চাচি'।

গত তিরিশ বছর ধরে, শুধু চা খেয়ে ‘সম্পূর্ণ সুস্থ' ভাবে বেঁচে রয়েছেন বলেই দাবি কোরিয়া জেলার বরদিয়া গ্রামের বাসিন্দা পিল্লি দেবীর। তাঁর দাবি, ১১ বছর বয়স থেকেই অন্য সব খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছেন তিনি। শুধুমাত্র চা খেয়েই দিব্যি বেঁচে রয়েছেন শেষ তিরিশ বছর ধরে। তাঁর এই অনন্য জীবনধারাই তাঁকে জন সাধারণের কাছে করে তুলেছে ‘চায়েওয়ালি চাচি'।

স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং ভারতীয় ধর্মভাবনা- কেবলই জন্মদিন পালন? চিন্তার রিহার্সাল নয়?

পিল্লি দেবীর বাবা রতিরামের মতে, ৪৪ বছর বয়সী পিল্লি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তেন তখন থেকেই তিনি অন্য সব খাওয়া দাওয়া ছেড়ে দেন। “আমাদের মেয়ে কোরিয়া জেলার জনকপুরের পাটনা স্কুল থেকে জেলা পর্যায়ের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়েছিল। ফিরে এসে হঠাৎ করেই খাবার আর জল খাওয়া একেবারে বন্ধ করে দেয়।" তাঁর বাবা আরও জানান, পিল্লি প্রাথমিকভাবে দুধ চা দিয়ে বিস্কুট বা রুটি খেতেন। কিন্তু ধীরে ধীরে তিনি লাল চা খেতে শুরু করেন। তাও দিনে মাত্র একবার, নিয়ম মেনে সূর্যাস্তের পরে তিনি এক কাপ লাল চা খেয়েই ব্রেকফাস্ট থেকে ডিনার সব সেরে ফেলেন।

পিল্লি দেবীর ভাই বিহারীলাল রাজভাড়ে জানান যে, তাঁর কোনও অসুখ হয়েছে কিনা জানতে আমরা চিকিৎসকের কাছেও নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা তাঁর এই অদ্ভুত আচরণের পিছনে কোনো স্বাস্থ্য সমস্যা নির্ণয় করতে পারেননি। বিহারীলাল বলেন, “আমরা ওকে অনেক হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তাররা তাঁর এই অদ্ভুত ইচ্ছা আর কাজের পিছনে কোনও কারণ খুঁজে বের করতে পারেননি।”

কুম্ভমেলায় এই প্রথমবার থাকছে রূপান্তরকামীদের 'কিন্নর আখড়া'

পরিবারের সদস্যদের মতে, পিল্লি খুব কমই ঘরের বাইরে বেরোন। সারা দিন ধরে ঘরের মধ্যেই তিনি শিবের পুজো করেন। কোরিয়ায় জেলা হাসপাতালের ডাঃ এস কে গুপ্তা বলেন, “মানুষের পক্ষে কেবল মাত্র চা খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান বলছে, একজন মানুষ ৩০ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে থাকতে পারেন না। নবরাত্রির সময় ৯ দিন ধরে মানুষ টানা উপবাস রাখেন এবং কেবল মাত্র চা খেয়েই কাটান। সেই বিষয়টা আলাদা। কিন্তু, ৩০ বছর অনেকটা লম্বা সময়! এটা সত্যিই সম্ভব নয়!”



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more trending news


.