This Article is From Jan 30, 2020

করোনা ভাইরাসের আতঙ্কে সস্তা হল পেট্রোল-ডিজেল

চিনের করোনা ভাইরাসের আতঙ্কের কারণে অপরিশোধিত তেলের দাম আবারও কমায় সস্তা হল পেট্রোল-ডিজেল।

করোনা ভাইরাসের আতঙ্কে সস্তা হল পেট্রোল-ডিজেল

দাম কমল পেট্রোল ও ডিজেলের।

হাইলাইটস

  • দাম কমল পেট্রোল-ডিজেলের
  • চিনের করোনা ভাইরাসের আতঙ্কের কারণে অপরিশোধিত তেলের দাম কমেছে
  • সেই কারণেই দাম কমল পেট্রোল-ডিজেলেরও

মাঝে একদিনের বিরতি। তারপরই বৃহস্পতিবার আবারও কমল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol And Diesel Prices)। চিনের করোনা ভাইরাসের আতঙ্কের কারণে অপরিশোধিত তেলের দাম আবারও কমায় সস্তা হল পেট্রোল-ডিজেল। পেট্রোলের মূল্য কমল লিটার প্রতি ২৩-২৫ পয়সা। ডিজেলের মূল্য কমল ২২-২৪ প্রয়সা প্রতি লিটার। দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দাম কমেছে প্রতি লিটার ২৪ পয়সা। কলকাতা ও চেন্নাইয়ে কমেছে যথাক্রমে ২৩ ও ২৫ পয়সা। পাশাপাশি দিল্লি ও কলকাতায় ডিজেলের দাম কমল ২২ পয়সা। মুম্বই ও চেন্নাইয়ে তা কমেছে যথাক্রমে ২৩ ও ২৪ পয়সা। ‘ইন্ডিয়ান অয়েল'-এর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এই তথ্য।

পেট্রোলের দাম বৃহস্পতিবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে ৭৩.৩৬ টাকা, ৭৫.৯৯ টাকা, ৭৮.৯৭ টাকা ও ৭৬.১৯ টাকা।

একই ভাবে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম ৬৬.৩৬ টাকা, ৬৮.৭২ টাকা, ৬৯.৫৬ টাকা ও ৭০.০৯ টাকা।

চিনে অপরিশোধিত তেলের দাম কমেছে করোনা ভাইরাসের আতঙ্ক ও তার প্রকোপে হওয়া মৃত্যুর কারণে। অপরিশোধিত তেলের দাম কমার আরও একটি কারণ গত সপ্তাহে আমেরিকায় মজুত তেলের পরিমাণ বেড়েছে। 


 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.