This Article is From Apr 21, 2020

‘‘কবে শুনবে এই সরকার?’’ কেন্দ্রকে আবারও বিঁধলেন রাহুল গান্ধি

তিনি লেখেন, ‘‘সারা বিশ্বে অপরিশোধিত তেলের মূল্য অপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থাতেও আমাদের দেশে প্রতি লিটার পেট্রল ৬৯ টাকা, ডিজেল ৬২ টাকা কেন?’’

‘‘কবে শুনবে এই সরকার?’’ কেন্দ্রকে আবারও বিঁধলেন রাহুল গান্ধি

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। (ফাইল)

নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কট ক্রমেই বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। পেট্রল ও ডিজেলের দাম কেন কমছে না সে বিষয়ে বিস্ময়প্রকাশ করেন তিনি। টুইটে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি লেখেন, ‘‘সারা বিশ্বে অপরিশোধিত তেলের মূল্য অপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থাতেও আমাদের দেশে প্রতি লিটার পেট্রল ৬৯ টাকা, ডিজেল ৬২ টাকা কেন? এই বিপদে যত দাম কমবে তত ভাল। কবে শুনবে এই সরকার?''

এর আগে রাহুল গান্ধি কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তকে নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন। দেশে অতিরিক্ত চাল থেকে স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

রাহুল গান্ধি টুইট করে লেখেন, ‘‘ভারতের গরিব কবে জাগবে? আপনারা ক্ষুধার্থ অবস্থায় মারা যাচ্ছেন আর ওরা আপনার ভাগের চাল থেকে স্যানিটাইজার বানিয়ে ধনীদের হাত পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছে।''

nfhofg1

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের ১৮৫টি দেশে। এখনও পর্যন্ত প্রায় ২৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। মৃতের সংখ্যা ১,৭১,২৪৪। সুস্থ হয়েছেন, ৬,৫৮,২৫৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬,৬৬,১৬৫ জন।

দেশে করোনা আক্রান্ত ১৮,৯৮৫ জন। মৃত ৬০৩। সুস্থ হয়ে উঠেছেন ৩,২৬০জন। চিকিৎসাধীন ১৫,১২২ জন।

.