This Article is From Aug 29, 2019

ব্যালিস্টিক মিসাইল ‘গজনভি’ উৎক্ষেপণ সফল, জানিয়ে দিল পাক সেনা

পাকিস্তান (Pakistan) সফলভাবে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল ‘গজনভি’ সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল পাক সেনা।

ব্যালিস্টিক মিসাইল ‘গজনভি’ উৎক্ষেপণ সফল, জানিয়ে দিল পাক সেনা

এই ব্যালিস্টিক মিসাইল ২৯০ কিলোমিটার পর্যন্ত নানা ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

ইসলামাবাদ:

পাকিস্তান (Pakistan) সফলভাবে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ‘গজনভি' সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল পাক সেনা (Pak Army)। এই ব্যালিস্টিক মিসাইল ২৯০ কিলোমিটার পর্যন্ত নানা ধরনের মারণাস্ত্র বহনে সক্ষম বলে পাক সেনার সংবাদমাধ্যম মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান এই পদক্ষেপের প্রশংসা করে দেশকে অভিনন্দন জানিয়েছেন। 
আইএসপিআর তথা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর অধিকর্তা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। 

.