This Article is From Dec 31, 2019

‘‘কৌশলের পরিকল্পনা করব’’: প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ প্রসঙ্গে বিপিন রাওয়াত

দিন সকালে দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিপিন রাওয়াত বলেন, ‘‘প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদের অনেক দায়িত্ব রয়েছে।’’

৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে থাকবেন বিপিন রাওয়াত।

New Delhi:

প্রতিরক্ষা বাহিনীর প্রধান (Chief of Defence Staff) পদে ঘোষণা করা হয়েছে সেনাপ্রধান বিপিন রাওয়াতের (General Bipin Rawat) নাম। মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন পদে আসীন হওয়ার পরে তিনি তাঁর কৌশলের পরিকল্পনা করবেন। এদিন সকালে দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিপিন রাওয়াত বলেন, ‘‘প্রতিরক্ষী বাহিনীর প্রধানের পদের অনেক দায়িত্ব রয়েছে। এখনও পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্বের প্রতি মনোযোগী ছিলাম। এবার আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি বসে ভবিষ্যতের জন্য নতুন কৌশলের পরিকল্পনা করব।''

মঙ্গলবারই নতুন দায়িত্বে আসীন হবেন বিপিন রাওয়াত। গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন পদের ঘোষণা করেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে বিপিন রাওয়াতের। তিনিই সেনা, বায়ুসেনা ও নৌসেনার প্রধান হবেন। তিন সেনাবাহিনীই তাঁর কাছে রিপোর্ট করবে।

এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ বিপিন রাওয়াতকে তাঁর নতুন পদের জন্য অভিনন্দন জানিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে সম্পর্কে বিপিন রাওয়াত জানিয়েছেন, ‘‘আমি আত্মবিশ্বাসী উনি সেনাবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।''

৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে থাকবেন বিপিন রাওয়াত।

.