This Article is From Aug 28, 2019

‘আমাকে জেলে পুরতে পারো, কিন্তু..’ বিজেপি ও কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

'তোমরা (বিজেপি) পুলিশকে সন্ত্রস্ত করছো। আইপিএস অফিসাররা কাজ হারাচ্ছে। মানুষ বিতশ্রদ্ধ।' টিএমসিপির সভায় বললেন তৃণমূল নেত্রী।

‘আমাকে জেলে পুরতে পারো, কিন্তু..’  বিজেপি ও কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

কেন্দ্র মনে করলে আমাকে জেলে ভরুক। তবুও বিজেপির কাছে মাথা নোয়াবো না: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

বিজেপিকে আক্রণে কার্ল মার্ক্সের মন্তব্যকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বামেদের বিরুদ্ধে লড়াই করেই তাঁর ক্ষমতা দখল। দু'দুবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বলছে বাংলার বাম  শক্তি ক্রমশ অস্তমীত। ২১শের বিধানসভায় তৃণমূলের বড় চ্যালেঞ্জ বিজেপি। তাই তৃণমূল নেত্রীর আক্রমণের নিশানাতেও গেরুয়া বাহিনী। বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে তাঁর হাতিয়ার মার্কসবাদের জনকের বাণী। বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানেই তিনি পদ্ম শিবিরের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, ‘ধর্ম নামক আফিমের নেশায় তোমরা (বিজেপি) মানুষকে আচ্ছন্ন করতে পারবে না।' একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদি সরকারকে তৃণমূল সুপ্রিমোর চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে আমাকে জেলে পুরে দেখাক।'

বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

কর্নাটকে জেডিএস কংগ্রেস জোট সরকারের পতন হয়েছে। ক্ষমতায় বিজেপি। গেরুয়া শিবির গায়ের জোরে দক্ষিণী ওই রাজ্যে ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। কর্নাটকের মসনদে পালা বদলের উদাহরণ তুলে ধরে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কর্নাটকে সরকার পড়ে গেল, কেউ কোনও কথা বলতে পারে নি। এবার বলছে বাংলা দখল করবে। কিন্তু, বাংলার মাটি অত নরম নয়। বাংলা লড়াই করবে।কেন্দ্র মনে করলে আমাকে জেলে ভরুক। তবুও বিজেপির কাছে মাথা নোয়াবো না।'

রাজ্যের তৃণমূল নেতারা দিল্লিতে রাজনৈতিক পর্যটনে বেরিয়েছেন: দিলীপ ঘোষ

দুর্গাপুজোর কমিটি দখল থেকে আয় করের নোটিস নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে বিজেপির বিবাদ চরমে। বছরকয়েক আগের দুর্গা পুজোর বিসর্জন নির্দেশকে ভোটের ইস্যু করেছিল গেরুয়া শিবির। তার জবাব হিসাবেই এদিন দলের ছাত্র শাখার সভায় নেত্রী বলেন, ‘আমরা দুর্গা পুজো, কালী পুজো করি। তোমরা কী কর? তোমরা (বিজেপি) রাবণ। তোমরা পুলিশকে সন্ত্রস্ত করছো। আইপিএস অফিসাররা কাজ হারাচ্ছে। মানুষ বিতশ্রদ্ধ।' বিজেপিকে নিশানা করে মমতার তোপ, ‘দেশের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা অবসরপ্রাপ্ত অফিসাররা পরিচালনা করছেন। তারা তো আসলে সরকারের yes men।'

এরপরই মুখ্যমন্ত্রী সরব হন কাশ্মীর নিয়ে। সরকার সেকানে বিরোধীস্বর দমন করে রেখেছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন, ‘কী চলছে কাশ্মীরে? সরকারি পদক্ষেপের বিরোধী মত হলেই তাদের ধরে রেখে দেওয়া হচ্ছে।' দ্বিতীয়বারের জন্য তাঁর সাফ ঘোষণা, ‘বাংলা জম্মু-কাশ্মীরের পাশে রয়েছে।'

.