This Article is From Aug 05, 2019

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহেবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে নজরবন্দি করা হল

মেহেবুবা মুফতি ট্যুইটে লেখেন, ‘শান্তির পক্ষে লড়াই করা আমাদের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা গৃহবন্দি হয়ে পড়েছেন। বিশ্ববাসী দেখছেন কিভাবে জম্মু-কাশ্মীরের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে।'

জম্মু-কাশ্মীরের এই তিন রাজনৈতিক ব্যক্তিত্বই বিজেপি বিরোধী বলে পরিচিত

শ্রীনগর:

গৃহবন্দি (house arrest) করা হল  পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti,), এনসি নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) ও সাজ্জাদ লোনকে। জম্মু-কাশ্মীরের এই তিন রাজনৈতিক ব্যক্তিত্বই বিজেপি বিরোধী বলে পরিচিত। সরকারি সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে এনডিটিভি। রবিবার রাতেই উপত্যকার এই তিন নেতা নেত্রীকে গৃহবন্দি করা হয়েছে। তাদের গৃহবন্দি করা হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা । তিনি ট্যুইটে জানিয়েছেন, ‘আমি মনে করছি আমাকে আজ মধ্যরাত থেকে গৃহবন্দি করা হবে। অন্য মূলধারার নেতাদের জন্যও ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, এটা সত্যি কিনা তা জানার উপায় নেই। তবে যদি হয় তবে আমি আপনাদের সবাইকে অন্যদিক থেকে দেখতে পাব। আল্লাহ আমাদের রক্ষা করুন।'

পিডিপি নেত্রী ট্যুইটে জানিয়েছেন, ‘এইরকম কঠিন সময়ে, আমি  জনগণকে আশ্বস্ত করতে চাই যে, যাই হোক না কেন, আমরা এক সাথে থাকব এবং লড়াই করব। রাজ্যের জন্য আমাদের লড়াইয়ের প্রচেষ্টা কে কোনভাবেই ভাঙা যাবে না।'

জঙ্গি নাশকতার আশঙ্কা রয়েছে উপত্যকায়। হামলার ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। পর্যটকদেরও ফিরে যেতে আগেই নির্দেশ দিযেছিল প্রশাসন। উপত্যকাজুড়ে গত কয়েকদিনে ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আতহ্কের পরিবেশ গোটা ভূস্বর্গে। বিরোধীদের অবশ্য দাবি, জম্মু-কাশ্মীরকে দেওয়া সংবিদানের বিশেষ ক্ষমতা ৩৫-এ ধারা বিলোপের জন্যই কৌশলে এই পরিস্থিততির সৃষ্টি করেছে কেন্দ্র। প্রতিবাদে সোচ্চার পিডিপি, এনসি সহ রাজ্যের রাজনৈতিক দলগুলি।

কাশ্মীরজুড়ে ভয়ের বাতাবরণ। কেন চুপ কেন্দ্রীয় সরকার। প্রশ্ন তুলেছিল একদা বিজেপির জোটসঙ্গী পিডিপি। সংসদে কেন্দ্রীয় সরকারের জবাব দাবি করেন ওমর আবদুল্লা। রবিবার সন্ধ্যায় রাজ্যের এই পরিস্থিতি নিয়ে পিডিপির ডাকে সর্বদল বৈঠক হয়। তারপরই উপত্যকার প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গৃহবন্দি করা হয়।

এরপরই মেহেবুবা মুফতি ট্যুইটে লেখেন, ‘শান্তির পক্ষে লড়াই করা আমাদের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা গৃহবন্দি হয়ে পড়েছেন। বিশ্ববাসী দেখছেন কিভাবে জম্মু-কাশ্মীরের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে।'

পরিস্থিতি উদ্বেগজনক। রবিবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ঘন্টাব্যাপী এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা । সোমবার সকাল সাড়ে নয়'টায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের কথা রয়েছে।

.