This Article is From Sep 05, 2019

মুকুল রায়ের আগাম জামিনের আবেদনের শুনানি শুক্রবার

২১ অগস্ট বাবান ঘোষকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, তারপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।

মুকুল রায়ের আগাম জামিনের আবেদনের শুনানি শুক্রবার

২৯ অগস্ট, মুকুল রায়কে গ্রেফতারি থেকে এক সপ্তাহের সুরক্ষা দেন বিচারপতি এস মুন্সি (ফাইল)

কলকাতা:

রেলের প্যানেলের সদস্য করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া সংক্রান্ত একটি মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের আগাম জামিনের শুনানি শুক্রবার। ওই দিন বিজেপি নেতার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাতে তাঁর গ্রেফতারি থেকে সুরক্ষার মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি এস মুন্সি এবং বিচারপতি এস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে, সেখানেই শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা। ২৯ অগস্ট, মুকুল রায়কে গ্রেফতারি থেকে এক সপ্তাহের সুরক্ষা দেন বিচারপতি এস মুন্সি। বাবান ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শান্তনু গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। বাবান ঘোষ, বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বলে খবর।

মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করল কলকাতা হাইকোর্ট

শান্তনু গঙ্গোপাধ্যায়ের দায়ের এফআইআরে মুকুল রায়ের নাম উল্লেখ করেন। সেখানেই অভিযোগ করা হয়, মুকুল রায়ের নাম করে বাবান ঘোষ, তাঁকে রেলের একটি কমিটির সদস্য পাইয়ে দেবেন এবং তার বিনিময়ে বেশ কয়েকলক্ষ টাকা ঘুষ নেন বাবান ঘোষ।

২১ অগস্ট বাবান ঘোষকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, তারপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.