This Article is From Dec 26, 2018

রেলস্টেশনেই প্রসব, মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির মুম্বই পুলিশ কর্তাদের

আপাত সুস্থ রয়েছেন মা ও সদ্য়োজাত। প্রসবের পরেই দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়

রেলস্টেশনেই প্রসব, মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির মুম্বই পুলিশ কর্তাদের

দাদার স্টেশনে তৈরি অস্থায়ী লেবার রুম তৈরি করে মহিলাকে সাহায্য়

মুম্বই:

যিশু খ্রিস্টের জন্মের আগের সন্ধায় এক নজির মুম্বইয়ে। রেলস্টেশনেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা ।  24 ডিসেম্বর সন্ধায় দাদার স্টেশনে পুণের ট্রেন ধরার জন্য় অপেক্ষা করছিলেন গীতা দীপক বাগরে এবং তাঁর স্বামী । হঠাতই তাঁর প্রসব বেদনা শুরু হয়। 

সান্টার ঝুলি থেকে বেরিয়ে পড়ল শীত, কলকাতার তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

পুরো বিষয়টিই ধরা পড়েছে সিসিটিভিতে। সেখানে দেখা গেছে, প্লাটফর্মে শুয়ে রয়েছেন প্রসূতি, পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্বামী। চারপাশে দাঁড়িয়ে রয়েছেন দুই পুলিশকর্তা এবং বেশ কয়েকজন পর্যটক।
একজন পুলিশ আধিকারিক সহ তিন মহিলা বিছানার চাদর দিয়ে চারপাশ ঘিরে লেবার রুম তৈরি করেন।সেখানেই একটি শিশুর জন্ম দেন গীতা দীপক বাগরে। জন্মের পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মা ও সদ্য়োজাতকে।দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সিয়াচেনে বরফের মধ্যে ১৮ হাজার ফুট আটকে থাকা হেলিকপ্টারকে বেস ক্যাম্পে ফেরাল সেনা

এর আগে গত সেপ্টেম্বরে চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা অনুভব করেন পুষ্পক এক্সপ্রেসের যাত্রী কাঞ্চনদেবী। ভুসাওয়াল রেলস্টেশনে ট্রেন পৌঁছাতেই একটি শিশুর সন্তানের জন্ম দেন তিনি । গত জুলাইয়ে মুম্বইয় সংলগ্ন কল্য়ান রেলস্টেশনে সন্তানের জন্ম দেন সালমা তবসুম নামে এক মহিলা।

.