This Article is From Apr 14, 2019

আমি থাকতে ধর্ম নিয়ে বাংলায় বিজেপিকে রাজনীতি করতে দেব না: মমতা

Loksabha Elections 2019: রাজ্যের বিভিন্ন জেলায় রামনবমী উপলক্ষে বিজেপির (BJP) সশস্ত্র মিছিলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

আমি থাকতে ধর্ম নিয়ে বাংলায় বিজেপিকে রাজনীতি করতে দেব না: মমতা
শিলিগুড়ি:

তৃণমূল(TMC) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শনিবার একটি জনসভা থেকে ফের বিজেপিকে আক্রমণ করেন ধর্মের মাধ্যমে সাধারণ মানুষকে ‘বিপথে' চালনা করার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করার জন্য। রাজ্যের বিভিন্ন জেলায় রামনবমী উপলক্ষে বিজেপির (BJP) সশস্ত্র মিছিলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী অমর সিং রাই-এর জন্য একটি জনসভা করে মমতা বলেন, “ওরা তো ধর্ম নিয়েই নোংরা রাজনীতি করে যায়। ওদের আর আছেটা কী! ওরা ধর্মের নামে নোংরা রাজনীতি করেই মানুষকে ভুলপথে চালিত করার চেষ্টা করছে। আর নির্বাচনের (Lok Sabha Elections 2019) সময় ওরা এটাকে বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজে ব্যবহার করছে। ওদের বয়কট করুন। বাংলার মানুষ বিজেপির হিংসার রাজনীতিকে সমর্থন করে না। কী সাহস! ওরা তরোয়াল নিয়ে মিছিল করছে”!

অস্ত্র মিছিলের বিরোধিতায় তৃণমূল! কিন্তু রাজ্যে রামনবমীর মিছিল করবে তৃণমূল ও বিজেপি দু'দলই

“আরে কার গলা কাটতে চায় ওরা? আমি থাকতে এ বাংলায় কারও গলা কাটতে দেব না্। যা পাচ্ছে সেই অস্ত্র নিয়েই মিছিল করছে! লাঠি দিয়ে কার মাথা ভাঙতে চায় ওরা? অত সহজ? বড় বড় কথা বলছে! বাংলায় এনআরসি চালু করবে! কেন্দ্র থেকে উৎখাত করে দিন ওদের! ভাবছে বাংলা দখল করবে! আমি থাকতে বিজেপির ক্ষমতা নেই বাংলায় এনআরসি চালু করার”, তীব্র বাক্যবাণে এভাবেই গেরুয়া শিবিরকে বিদ্ধ করেন মমতা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.