This Article is From Jul 13, 2019

মেট্রোর দরজায় হাত আটকে ভয়াবহ মৃত্যু ঘটল যাত্রীর

ফের ট্রেনের দরজায় হাত আটকে পড়ায় শনিবার মৃত্যু হল কলকাতার মেট্রোর এক যাত্রীর। ঘটনাস্থল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন।

মেট্রোর দরজায় হাত আটকে ভয়াবহ মৃত্যু ঘটল যাত্রীর

ফের কলকাতা মেট্রোয় মৃত্যু যাত্রীর

কলকাতা:

ফের ট্রেনের দরজায় হাত আটকে (Hand Stuck In Door) শনিবার মৃত্যু হল কলকাতার মেট্রোর (Kolkata Metro) এক যাত্রীর (Passenger)। ঘটনাস্থল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ট্রেনে ওঠার সময় ওই ব্যক্তির হাত আটকে যায় বলে দরজার ফাঁকে। ওই অবস্থাতেই বন্ধ হয়ে যায় দরজা। হেঁচড়াতে হেঁচড়াতে  কিছুদূর যাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, সেন্সর সজ্জিত দরজার যান্ত্রিক ত্রুটি থেকেই ঘটেছে এই অঘটন।

কলকাতার মেট্রোর জেনারেল ম্যানেজার এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলে জানিয়েছেন। আপাতত উত্তর থেকে দক্ষিণকে জুড়তে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি লাইনে রোজ মেট্রো অতিক্রম করে ২৭.২২ কিমি। গতিবেগে আরও দ্রুততা আনতে বিভিন্ন রুটে আরও পাঁচটি লাইন তৈরি করছে সংস্থা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে দেশের বুকে মাটির তলা দিয়ে প্রথম মেট্রো চলে এই কলকাতা শহরে। এই মুহূর্তে ২৪টি স্টেশন রয়েছে শহরে।

.