This Article is From Dec 15, 2018

সম্পর্কের ‘রসায়ন’ বিয়ের কার্ডে, অভিনব আমন্ত্রণ পত্রে মুগ্ধ নেতা শশী থারুরও

সম্পর্কের রসায়ন নিয়ে আমরা অনেক কথাই বলি, সেই শব্দটিকেই আক্ষরিক করে তুলে ধরেছেন দম্পতি সূর্য এবং ভিথুনের। নববধূ এবং বরকে "দুটি পরমাণু" হিসাবে চিহ্নিত করে কার্ডটি তৈরি হয়েছে।

সম্পর্কের ‘রসায়ন’ বিয়ের কার্ডে, অভিনব আমন্ত্রণ পত্রে মুগ্ধ নেতা শশী থারুরও

দম্পতি সূর্য আর ভিথুনের সম্পর্কের রসায়নই প্রতিফলিত হয়েছে বিয়ের কার্ডেও

নিউ দিল্লি:

বিয়ের মরশুমে তাক লাগাচ্ছেন অনেকেই। কেউ দামী উপহারে, কেউ চারখানা রিসেপশনে, কেউ বা অতিথি তালিকায় এঁকে অন্যকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন। এসবের ভিড়ে সৃজনশীলতায় নজর কেড়েছেন কেরলের এক দম্পতি। এই মাসেই বিয়ে করতে চলেছেন তাঁরা এবং তাঁদের অনন্য বিবাহের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।

সম্পর্কের রসায়ন নিয়ে আমরা অনেক কথাই বলি, সেই শব্দটিকেই আক্ষরিক করে তুলে ধরেছেন দম্পতি সূর্য এবং ভিথুনের। নববধূ এবং বরকে "দুটি পরমাণু" হিসাবে চিহ্নিত করে কার্ডটি তৈরি হয়েছে। নিজস্ব নামের অক্ষর SA এবং VN দ্বারা তাঁদের ‘পরমাণু প্রতীক' চিহ্নিত করা হয়েছে কার্ডে।

Google Search: ২০১৮ সাল জুড়ে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কী ধরনের শব্দ জানেন?

কংগ্রেস নেতা শশী থারুরও টুইটারে এই কার্ডটির ছবি শেয়ার করেছেন। টুইট করে এই দম্পতিকে সুখী বিবাহিত জীবন কামনাও করেছেন তিনি।

আমন্ত্রণপত্রটিতে লেখা হয়েছে: "ভিথুন এবং সূর্য- এই দুই পরমাণু দুই পিতামাতার সক্রিয়করণের শক্তি নিয়ে একটি অণুতে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনার উষ্ণ প্রতিক্রিয়ার সহ এই বন্ধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ রইল।"

অকালে ঝরবে জেনেও হেসে নেচে গেয়ে বিশ্ব জয় করছে প্রোজেরিয়া আক্রান্ত আদিলা

বিয়ের তারিখটিকে "প্রতিক্রিয়ার দিন" হিসাবে উল্লেখ করা হয়েছিল, ঘটনাস্থলকে "পরীক্ষাগার" হিসেবে লেখা হয়েছে এবং একটি ছবির মধ্যে তাদের "প্রেম" এঁকে বোঝানো হয়েছে।

অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও মানুষ এই মজার শব্দ ব্যবহার করে বিয়ের কার্ডকে এমন সৃজনশীল করে তোলা নিয়ে বেশ উচ্ছ্বসিত।

দম্পতির সম্পর্কের রসায়ন চিরতরে এমনই সৃজনশীল থাকুক।

Click for more trending news


.