This Article is From Dec 30, 2019

Viral Pics: চুটিয়ে প্রেম, বিয়ে বৃদ্ধাশ্রমে

ষাট পেরিয়ে দু'জনে ভালোবেসেছেন একে অপরকে। তাও আবার সরকারি বৃদ্ধাশ্রম Ramavarmapuraএ!

Viral Pics: চুটিয়ে প্রেম, বিয়ে বৃদ্ধাশ্রমে

প্রেমের ফাঁদে লক্ষ্মী-কোচানিয়ান

ত্রিশুর:

প্রেম কবে আসবে তা কেউ কি জানে? স্যুইট সিক্সটিন যেমন প্রেমে উদ্বেল হতে পারে, প্রেমে ভাসতে পারেন স্যুইট সিক্সটিও! সিনেমার গল্পের মতো শুনতে লাগা এমনই প্রেম এসেছে কেরালার Thrissur জেলার Kochaniyan Menon আর Lakshmi Ammal-র জীবনে। ষাট পেরিয়ে দু'জনে ভালোবেসেছেন একে অপরকে। তাও আবার সরকারি বৃদ্ধাশ্রম Ramavarmapuraএ! বৃদ্ধাশ্রমের আবাসিকরা কিন্তুু ভীষণ খুশি তাঁদের ভালোবাসায়। সেই প্রেম শুধুই বন্ধনহীন গ্রন্থি বেঁধে দেয়নি। রীতিমতো সাতপাক ঘুরিয়েছে তাঁদের। ৬৭ বছরের এই দম্পতির ছবি সোশ্যালে ভাইরাল। বছরশেষের এই ঘটনায় দারুণ খুশি নেটিজেনরাও। 

‘সিক্রেট সান্টা' হলেন বিল গেটস, অভাবনীয় উপহার তরুণীকে

ছবি দেখে টুইটারেত্তিদের মন্তব্য, প্রেম বয়স মানে না। বিয়ের সাজে অপূর্ব দেখতে লেগেছে দুই বরিষ্ঠ নাগরিককেই। লাল সিল্ক শাড়িতে সলজ্জ কনে লক্ষ্মী। মাথায় জুঁইয়ের মালা। কোচানিয়ান সেজেছিলেন কেরলের সনাতনী বিয়ের সাজ সাদা  'mundu' বা ধুতিতে। সঙ্গে সাদা শার্ট। দু'জনের গলায় মোটা মালা। এক টুইটারেত্তি খুশি গলায় জানিয়েছেন, এই প্রথম কেরলের কোনও বৃদ্ধাশ্রমে আবাসিকদের বিয়ে হল। আরেক টুইটারেত্তি শুভেচ্ছা জানিয়েছেন হার্ট ইমোজি আর স্মাইলি দিয়ে। বলেছেন, মানতেই হবে, বিশ্বজোড়া ফাঁদ পেতেছে প্রেম!

Click for more trending news