This Article is From Feb 07, 2020

কাটিহারে Kanhaiya Kumar-এর কনভয় লক্ষ্য করে উড়ে এল চটি-জুতো, উঠল গো-ব্যাক স্লোগান

ভারতের কমিউনিস্ট পার্টির বা সিপিআই নেতা কানহাইয়া কুমারকে উদ্দেশ্য করে প্রতিবাদ। তাঁর (Kanhaiya Kumar) দিকে উড়ে এল জুতো-চটি। উঠল "ফিরে যাও স্লোগান"।

কাটিহারে Kanhaiya Kumar-এর কনভয় লক্ষ্য করে উড়ে এল চটি-জুতো, উঠল গো-ব্যাক স্লোগান

কাটিহারের রাজেন্দ্র নগর থেকে ভাগলপুর যাওয়ার পথে তাঁর ওপর এই হামলা হয়।

হাইলাইটস

  • কাটিহারে কানহাইয়া কুমারের গাড়ি লক্ষ্য করে উড়ে এল জুতো-চটি
  • উঠল গো-ব্যাক স্লোগান
  • কাটিহার-ভাগলপূর যাওয়ার পথে এই প্রতিবাদের মুখে পড়েন জেএনইউয়ের ওই প্রাক্তনী
কাটিহার:

ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই নেতা (CPI Leader) কানহাইয়া কুমারকে উদ্দেশ্য করে প্রতিবাদ। তাঁর (Kanhaiya Kumar) দিকে উড়ে এল জুতো-চটি। উঠল "ফিরে যাও স্লোগান"। পুলিশ সূত্রে খবর, কাটিহার থেকে ভাগলপুরে জনসভা করতে যাওয়ার পথে (Slippers Thrown to Kanhaiya's Cavalcade) এই বিক্ষোভের মুখে তিনি পড়েন। শুক্রবার দুপুরে কাটিহারের রাজেন্দ্র স্টেডিয়ামে একটি জনসভা ছিল জেএনইউ'র ওই প্রাক্তন ছাত্র নেতার। তারপরেই ভাগলপুরের পথে তাঁকে উদ্দেশ্য করে পোস্টার দেখানো হয়। উড়ে আসে চটি-জুতো। সেই সময় উপস্থিত পুলিশবাহিনীর সক্রিয়তায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান সিপিআইয়ের ওই যুব নেতা (Former President of JNUSU), দাবি ভাগলপুর পুলিশের।

বিরল পদক্ষেপ, প্রধানমন্ত্রী মোদির ভাষণ থেকে মোছা হল শব্দ

দলীয় সূত্রে খবর, সিএএ (Anti CAA) আর এনআরসি বিরোধী প্রতিবাদের সুর চড়াতে 'জন-গণ-মন ' যাত্রার ডাক দিয়েছেন কানহাইয়া কুমার। এই যাত্রা চলাকালীন ওই ছাত্রনেতা বিহারের ছোট-বড় সব শহর পরিভ্রমণ করবেন। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যাত্রায় পা মিলিয়ে এদিন তিনি কাটিহার পৌঁছন। বেতিয়া থেকে এই যাত্রার সূচনা করা হয়েছিল। 

আবারও রাহুল গান্ধির 'ডাণ্ডা' মন্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

জানা গেছে বুধবার কানহাইয়া কুমার যখন সুপল জেলায় ছিলেন তখন তাঁর কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনায় তাঁর কনভয়ে থাকা কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আহত হয়েছিলেন এক গারিরি চালক।কিন্তু নিরাপদ ছিলেন কানহাইয়া কুমার। জানিয়েছে বিহার পুলিশের একটি সূত্র। 

ভিডিও: জে এন ইউ'র ঘটনায় কানহাইয়া কুমারের সাক্ষাৎকার

.