This Article is From Sep 09, 2019

জম্মু ও কাশ্মীরে পাক সেনার অনুপ্রবেশ রুখল সেনা, দেখুন ভিডিও

Jammu And Kashmir Update: সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওয় অন্তত ৫জন পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের সদস্য এবং জঙ্গির দেহ ও তাদের সরঞ্জান দেখা গিয়েছে

জম্মু ও কাশ্মীরে পাক সেনার অনুপ্রবেশ রুখল সেনা, দেখুন ভিডিও

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা হয়

নয়াদিল্লি:

নিয়ন্ত্রণ রেখার (Line of Control) কেরান সেক্টরে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের (Pakistan's Border Action Team) সদস্যদের অনুপ্রবেশের চেষ্টা রোখা হয়েছে অগস্টের প্রথম সপ্তাহে, সোমবার জানাল ভারতীয় সেনাবাহিনী। ভিডিওয়, ব্যাটের (BAT) অন্তত পাঁচজন সদস্য এবং জঙ্গির দেহ ও তাদের সরঞ্জাম উদ্ধার করাতে দেখা গিয়েছে। সেনাবাহিনীর এক পদস্থ কর্তা জানান, ভারতের দক্ষিণ ও উপূকলবর্তী এলাকায় জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা নিয়ে “অনেক তথ্য” রয়েছে।

সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার, কম্যান্ডিং, এসকে সাইনি পুনেতে সাংবাদিকদের বলেন, “আমরা অনেক তথ্য পেয়েছি যে, দক্ষিণ ভারত এবং ভারতের উপূকলবর্তী এলাকায় জঙ্গি হামলা হতে পারে। কিছু পরিত্যক্ত নৌকা উদ্ধার করা হয়েছে স্যার ক্রিক এলাকা থেকে”।

.