This Article is From Dec 01, 2018

ফেল করলেও বছর নষ্ট হবে না! জেনে নিন কাদের?

ফেল করলেও বছর নষ্ট হবে না। আইএসসি এবং আইসিএসই পরীক্ষার্থীরা এই সুবিধা পাবেন।

ফেল করলেও বছর নষ্ট হবে না! জেনে নিন কাদের?

   তবে নতুন করে পরীক্ষায় বসার ক্ষেত্রে  কয়েকটি শর্ত রয়েছে।

হাইলাইটস

  • আইএসসি এবং আইসিএসই পরীক্ষার্থীরা এই সুবিধা পাবেন
  • জেরি অ্যারাথন শুক্রবার কলকাতায় একথা ঘোষণা করেন
  • প্রতি বছর জুন- জুলাই মাসের মধ্যে পরীক্ষা হবে
কলকাতা:

 

ফেল করলেও বছর নষ্ট হবে না। আইএসসি এবং আইসিএসই পরীক্ষার্থীরা এই সুবিধা পাবেন। আগামী বছর থেকেই চালু হচ্ছে এই নিয়ম। কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল এক্সামিশন বোর্ডের কর্তা  জেরি অ্যারাথন শুক্রবার কলকাতায় একথা ঘোষণা করেন।  তিনি জানান আইএসসি পরীক্ষার্থীরা চতুর্থ এবং আইসিএসই পরীক্ষার্থীরা  পঞ্চম বিষয় পাস করতে না পারলে সে বছরই আবার পরীক্ষায় বসতে পারবেন।    

মোমো চ্যালেঞ্জ থেকে পড়ুয়াদের বাঁচাতে উদ্যোগ নিল আইসিএসই 

 

তবে নতুন করে পরীক্ষায় বসার ক্ষেত্রে  কয়েকটি শর্ত রয়েছে। দশম শ্রেণির পড়ুয়াদে ইংরাজিতে পাস  করতেই হবে। একই সঙ্গে আরও দুটি বিষয় পাস করা  আবশ্যক। দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে পাস করতে হবে  ইংরাজি সহ তিনটি  বিষয়ে। প্রতি বছর জুন- জুলাই মাসের মধ্যে পরীক্ষা হবে। আর মাস খানেকের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করতে  চাইছে বোর্ড। সেটা হলে সেই বছরই উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে পারে।                 

 

.