This Article is From Aug 30, 2018

মোমো চ্যালেঞ্জ থেকে পড়ুয়াদের বাঁচাতে উদ্যোগ নিল আইসিএসই

অনলাইন গেম মোমো চ্যালেঞ্জ যাতে নতুন করে কোনও খুদে পড়ুয়ার জীবনে বিপদ ডেকে আনতে না পারে তার জন্য তৎপর হল আইসিএসই অনুমোদিত স্কুলগুলির সংগঠন।

মোমো চ্যালেঞ্জ থেকে পড়ুয়াদের বাঁচাতে উদ্যোগ নিল আইসিএসই

সকালে প্রার্থনার পর পড়ুয়াদের এ সংক্রান্ত বিষয় বিশেষ বার্তা দেবে স্কুল

কলকাতা:

অনলাইন গেম মোমো চ্যালেঞ্জ যাতে নতুন করে কোনও খুদে পড়ুয়ার জীবনে বিপদ ডেকে আনতে না পারে তার জন্য তৎপর হল আইসিএসই অনুমোদিত স্কুলগুলির সংগঠন। প্রতিটি স্কুলকে সংগঠনের তরফে বলা হয়েছে পড়ুয়াদের প্রতি নজর দিতে।

তারা এই মারাত্মক খেলায় মেতে উঠেছে কিনা তা দেখতে হবে স্কুলকে। এ রাজ্যে সংগঠনের সভাপতি নবারুণ দে সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে এমন কোনও ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি।

এমনকী সিআইডিও এ ব্যাপারে সংগঠনকে কোনও ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। তবু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নবারুণ জানান কোনও দিক থেকে আশাঙ্কাজনক কিছু আমাদের কাছে  এসে পৌঁছয়নি ঠিকিই সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর দেখে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে।

তাই সমস্ত সদস্য  স্কুলকে সতর্ক  থাকার অনুরোধ করছি। দিন দুয়েক আগেই এমন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। সন্তানের আচরণ সম্পর্কে অভিভাবকদের আরও তৎপর হতে বলছে সংগঠন। পাশাপাশি সকালে প্রার্থনার পর পড়ুয়াদের এ সংক্রান্ত বিষয় বিশেষ বার্তা দেবে স্কুল।

এ রাজ্যে মোট 180 টি স্কুল আইসিএসই অনুমোদিত। তার মধ্যে 30 টি পাহাড়ে। এদিকে  এ রাজ্যে দুটি মৃত্যুর ঘটনা মোমো আতঙ্কের সঞ্চার করেছে। কিন্তু ঘটনার তদন্ত চালানো সংস্থা সিআইডির দাবি এ রাজ্যে নিজের জাল বিস্তার করেনি মোমো।

ওই দুজনের মৃত্যুর সঙ্গে এই  অনলাইন গেমের কোনও যোগাযোগ নেই। মোমো খেলার আমন্ত্রণ জানিয়ে  যে সমস্ত বার্তা এসেছে তার সবকটাই ভুয়ো। কেউ বা কারা বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে এ ধরনের বার্তা পাঠাচ্ছে। তার কারণ বিভিন্ন মানুষের কাছে আসা হোয়াটস অ্যাপে যে কটি আমন্ত্রণ এসেছে তাতে কোনও লিঙ্ক নেই। মানে এমন কোনও ব্যবস্থা নেই যার মাধ্যমে সরাসরি খেলা শুরু করা যায়। আর তাই অকারণ আতঙ্কের কোনও কারণ নেই বলে মনে করে  সিআইডি।(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.